نحمده و نصل علي رسوله الكريم اما بعد
আজও আরাকানের সেই আগুনের ধোয়া চোখের সামনে ভেসে ওঠে,এখনো কাশ্মীরের তাজা খুন আমার পিঠে লেগে আছে,ফিলিস্তিনের আল আক্বসা এখনো নীরবে কাঁদে,আর কাবার উপড়ে পড়েছে জালিমের নজর।আজও আমি মুক্ত হতে পারি নাই উইঘুর বন্দিদশা থেকে।আজও আকাশ বাতাস ভারি হয়ে ওঠে আফিয়া সিদ্দিকির চিৎকারে ।আজও আমি বন্ধী জালিমের কারাগারে। অথচ আমি অপেক্ষায় আছি সকাল হলেই উঠবো মেতে ঈদ আনন্দে ।আমার ঈদ কি করে আনন্দময় হতে পারে ?আমার ঈদ আমাকে আনন্দ দেয়না বরং আমার কষ্টকে বাড়িয়ে দেয়।আমার ঈদ আনন্দময় হবে সে দিন,আল আক্বসা মুক্ত হবে যে দিন ,যে দিন সারা পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে।যে দিন কারাগারের অন্ধকার থেকে বের করে আনতে সক্ষম হবো বোন আফিয়া সিদ্দিকিদের।
হে আল্লাহ !আপনি আমাদেরকে তাওফীক দিন।
আমিন।ইয়া রাব্বাল আলামীন।
আজও আরাকানের সেই আগুনের ধোয়া চোখের সামনে ভেসে ওঠে,এখনো কাশ্মীরের তাজা খুন আমার পিঠে লেগে আছে,ফিলিস্তিনের আল আক্বসা এখনো নীরবে কাঁদে,আর কাবার উপড়ে পড়েছে জালিমের নজর।আজও আমি মুক্ত হতে পারি নাই উইঘুর বন্দিদশা থেকে।আজও আকাশ বাতাস ভারি হয়ে ওঠে আফিয়া সিদ্দিকির চিৎকারে ।আজও আমি বন্ধী জালিমের কারাগারে। অথচ আমি অপেক্ষায় আছি সকাল হলেই উঠবো মেতে ঈদ আনন্দে ।আমার ঈদ কি করে আনন্দময় হতে পারে ?আমার ঈদ আমাকে আনন্দ দেয়না বরং আমার কষ্টকে বাড়িয়ে দেয়।আমার ঈদ আনন্দময় হবে সে দিন,আল আক্বসা মুক্ত হবে যে দিন ,যে দিন সারা পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে।যে দিন কারাগারের অন্ধকার থেকে বের করে আনতে সক্ষম হবো বোন আফিয়া সিদ্দিকিদের।
হে আল্লাহ !আপনি আমাদেরকে তাওফীক দিন।
আমিন।ইয়া রাব্বাল আলামীন।
Comment