সিরিয়া | এক বছরে নারী ও শিশুসহ দুই শতাধিক মুসলিমকে হত্যা রাশিয়ার
রাশিয়া ও আসাদের শিয়া জোট বাহিনী (ইরান, রাশিয়া ও আসাদ) প্রায় এক দশক ধরে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে সিরিয়ায়।
২০২১ সালে বর্বর জোটের হামলায় নিহতের একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স সার্ভিস, সিরিয়া।
পরিসংখ্যানে জানা যায়, এক বছরে ২২৫ বেসামরিক মুসলিমকে হত্যা করেছে সন্ত্রাসী জোট বাহিনী। তাদের মধ্যে ৬৫ শিশু ও ৩৮ জনই নারী। গুরুতর আহত হয়েছেন ৬১৮ জন, যার মধ্যে ১৫১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। আহতদের বেশিরভাগই এমন যে - কারো হাত নেই, কেউবা হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সারাজীবনের জন্য।
আমেরিকার বিরোধী হওয়ায় রাশিয়াকে অনেক নাদান মুসলিম রাশিয়াকে বন্ধুসুলভ দেশ মনে করে ভুল করে। অথচ, অগণিত নবী ও রাসুলদের পূণ্যভূমি শামে সন্ত্রাসী রাশিয়ার জোট মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরো জনপদ। হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে। লাখ লাখ মুসলিম ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়েছে দেশে দেশে।
বর্তমানে শরনার্থী শিবির ও বিভিন্ন দেশে উদ্বাস্তু হওয়া সিরিয়ানরা চরম মানবেতর জীবন-যাপন করছেন।
এ বর্বরতা চলা সত্ত্বেও এখন পর্যন্ত কথিত আন্তর্জাতিক সম্প্রদায় বা 'অবিশ্বাসীদের সংঘ'- মানে জাতিসংঘ এরা ঠুনকো বিবৃতি প্রদান ছাড়া কোন কার্যকর পদক্ষেপই নেয়নি। ের থেকে এটাই প্রয়ানিত হয় যে, পশ্চিমা দেশগুলোর নিজেদের মধ্যে যতই বিবাদ থাকুক না কেন, মুসলিমদের বিরুদ্ধে এরা সবাই এক।
তাছাড়া, কবে নাগাদ জোট বাহিনীর বর্বরতা শেষ হবে তা-ও জানা নেই কারো।
উল্লেখ্য যে, শামের মুসলিমদের সাথে রাশিয়া বা ইরান কারোই কোনরকম বিরোধ বা যুদ্ধ ছিল না। এমনকি শামের মুসলিমরা একটি ঢিলও ছুড়েনি রাশিয়ায়। এরপরও শুধুমাত্র মুসলিম হওয়ায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরিয়ায় এসে হামলা চালিয়ে রাশিয়া হত্যা করে যাচ্ছে অগণিত বেসামরিক মুসলিমকে৷
বিশেষজ্ঞরা বলছেন, মুসলিমদের হত্যা করলে কারো কাছে কৈফিয়ত বা কোন মাশুল দিতে হয় না বলেই পৃথিবীর বিভিন্ন দেশের মতো সিরিয়াতেও গনহত্যা চালাচ্ছে রাশিয়া।
এই অবস্থায় প্রতিটি মুসলিমকে এগিয়ে এসে ইসলাম ও মুসলিমদের উদ্ধারে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন হকপন্থী উলামাগণ।
তথ্যসূত্র:
------
১. In 2021, WhiteHelmets teams documented the deaths of more than 225 civilians including 65 children and 38 women-
রাশিয়া ও আসাদের শিয়া জোট বাহিনী (ইরান, রাশিয়া ও আসাদ) প্রায় এক দশক ধরে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে সিরিয়ায়।
২০২১ সালে বর্বর জোটের হামলায় নিহতের একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স সার্ভিস, সিরিয়া।
পরিসংখ্যানে জানা যায়, এক বছরে ২২৫ বেসামরিক মুসলিমকে হত্যা করেছে সন্ত্রাসী জোট বাহিনী। তাদের মধ্যে ৬৫ শিশু ও ৩৮ জনই নারী। গুরুতর আহত হয়েছেন ৬১৮ জন, যার মধ্যে ১৫১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। আহতদের বেশিরভাগই এমন যে - কারো হাত নেই, কেউবা হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সারাজীবনের জন্য।
আমেরিকার বিরোধী হওয়ায় রাশিয়াকে অনেক নাদান মুসলিম রাশিয়াকে বন্ধুসুলভ দেশ মনে করে ভুল করে। অথচ, অগণিত নবী ও রাসুলদের পূণ্যভূমি শামে সন্ত্রাসী রাশিয়ার জোট মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরো জনপদ। হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে। লাখ লাখ মুসলিম ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়েছে দেশে দেশে।
বর্তমানে শরনার্থী শিবির ও বিভিন্ন দেশে উদ্বাস্তু হওয়া সিরিয়ানরা চরম মানবেতর জীবন-যাপন করছেন।
এ বর্বরতা চলা সত্ত্বেও এখন পর্যন্ত কথিত আন্তর্জাতিক সম্প্রদায় বা 'অবিশ্বাসীদের সংঘ'- মানে জাতিসংঘ এরা ঠুনকো বিবৃতি প্রদান ছাড়া কোন কার্যকর পদক্ষেপই নেয়নি। ের থেকে এটাই প্রয়ানিত হয় যে, পশ্চিমা দেশগুলোর নিজেদের মধ্যে যতই বিবাদ থাকুক না কেন, মুসলিমদের বিরুদ্ধে এরা সবাই এক।
তাছাড়া, কবে নাগাদ জোট বাহিনীর বর্বরতা শেষ হবে তা-ও জানা নেই কারো।
উল্লেখ্য যে, শামের মুসলিমদের সাথে রাশিয়া বা ইরান কারোই কোনরকম বিরোধ বা যুদ্ধ ছিল না। এমনকি শামের মুসলিমরা একটি ঢিলও ছুড়েনি রাশিয়ায়। এরপরও শুধুমাত্র মুসলিম হওয়ায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরিয়ায় এসে হামলা চালিয়ে রাশিয়া হত্যা করে যাচ্ছে অগণিত বেসামরিক মুসলিমকে৷
বিশেষজ্ঞরা বলছেন, মুসলিমদের হত্যা করলে কারো কাছে কৈফিয়ত বা কোন মাশুল দিতে হয় না বলেই পৃথিবীর বিভিন্ন দেশের মতো সিরিয়াতেও গনহত্যা চালাচ্ছে রাশিয়া।
এই অবস্থায় প্রতিটি মুসলিমকে এগিয়ে এসে ইসলাম ও মুসলিমদের উদ্ধারে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন হকপন্থী উলামাগণ।
তথ্যসূত্র:
------
১. In 2021, WhiteHelmets teams documented the deaths of more than 225 civilians including 65 children and 38 women-