#Syria
#HTS
সিরিয়ার ইদলিবের প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ হাইয়াত তাহরীর আল শাম (HTS) এর হেডকোয়ার্টারের সিদ্ধান্ত মোতাবেক দলটির সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হবে। পুরো দলকে ভেঙে ১২টি ব্রিগেডে সাজানো হবে। ৬টি ব্রিগেড হবে "কমব্যাট ব্রিগেড", এরা মূলত আক্রমণাত্মক অপারেশনে অংশ নিবে। বাকিগুলো চেকপয়েন্ট, রসদ ইত্যাদির সুরক্ষা নিশ্চিত করবে এবং অন্যান্য কাজ সম্পন্ন করবে।
গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, হাইয়াত তাহরির আল শাম তাদের পতাকার ডিজাইন পরিবর্তন করে ফেলেছে। আগের কালেমা খচিত পতাকাকে বাদ দিয়ে তারা নতুন পতাকা ব্যবহার শুরু করেছে, এতে কালেমার ক্যালিগ্রাফি বাদ দেয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন সিরিয়ান মিডিয়াকে ইন্টারভিউ দেবার সময় HTS এর সাথে সম্পৃক্ত কয়েজন কর্মকর্তা জানিয়েছেন, কাঠামোর এই পরিবর্তন করা হয়েছে মূলত দলটিকে "মডারেট" হিসেবে উপস্থাপন এবং "পুরোনো ভাবধারা" দূরীভূত করার জন্য। দলটি চেষ্টা করছে তাদের থেকে "সন্ত্রাসীসূলভ বৈশিষ্ট্য" দূর করতে। তারা আরো জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য আন্তঃকলহ দূর করে নিজেদের মধ্যে রক্তপাত বন্ধ করা, কারণ অনেকেই বর্তমানে দলটি ছেড়ে চলে যাচ্ছেন।
এছাড়াও হাইয়াত তাহরীর আল শামের কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে, ইশতেহাদি হামলা বন্ধ করার জন্য হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গাড়িবোমা হামলা এবং অন্য যেকোনো হামলা যা "সন্ত্রাসী আখ্যা" দেবার জন্য যথেষ্ট সেগুলোও আসন্ন অপারেশনগুলো থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এসব হামলার বদলে বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে।
নতুন পতাকার ছবিঃ
#HTS
সিরিয়ার ইদলিবের প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ হাইয়াত তাহরীর আল শাম (HTS) এর হেডকোয়ার্টারের সিদ্ধান্ত মোতাবেক দলটির সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হবে। পুরো দলকে ভেঙে ১২টি ব্রিগেডে সাজানো হবে। ৬টি ব্রিগেড হবে "কমব্যাট ব্রিগেড", এরা মূলত আক্রমণাত্মক অপারেশনে অংশ নিবে। বাকিগুলো চেকপয়েন্ট, রসদ ইত্যাদির সুরক্ষা নিশ্চিত করবে এবং অন্যান্য কাজ সম্পন্ন করবে।
গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, হাইয়াত তাহরির আল শাম তাদের পতাকার ডিজাইন পরিবর্তন করে ফেলেছে। আগের কালেমা খচিত পতাকাকে বাদ দিয়ে তারা নতুন পতাকা ব্যবহার শুরু করেছে, এতে কালেমার ক্যালিগ্রাফি বাদ দেয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন সিরিয়ান মিডিয়াকে ইন্টারভিউ দেবার সময় HTS এর সাথে সম্পৃক্ত কয়েজন কর্মকর্তা জানিয়েছেন, কাঠামোর এই পরিবর্তন করা হয়েছে মূলত দলটিকে "মডারেট" হিসেবে উপস্থাপন এবং "পুরোনো ভাবধারা" দূরীভূত করার জন্য। দলটি চেষ্টা করছে তাদের থেকে "সন্ত্রাসীসূলভ বৈশিষ্ট্য" দূর করতে। তারা আরো জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য আন্তঃকলহ দূর করে নিজেদের মধ্যে রক্তপাত বন্ধ করা, কারণ অনেকেই বর্তমানে দলটি ছেড়ে চলে যাচ্ছেন।
এছাড়াও হাইয়াত তাহরীর আল শামের কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে, ইশতেহাদি হামলা বন্ধ করার জন্য হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গাড়িবোমা হামলা এবং অন্য যেকোনো হামলা যা "সন্ত্রাসী আখ্যা" দেবার জন্য যথেষ্ট সেগুলোও আসন্ন অপারেশনগুলো থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এসব হামলার বদলে বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে।
নতুন পতাকার ছবিঃ
Comment