GDI’এর অভিযানে ৩ দায়েশ সন্ত্রাসী নিহত, ইমারার সামরিক প্রস্তুতিতেও জোর হাওয়া
আফগানিস্তান থেকে বিদেশি দখলদার সেনা প্রত্যাহার এবং ইসালামি ইমারত গঠনের পর থেকেই দখলদারদের আশ্রয়ে-প্রস্রয়ে বেড়ে ওঠা খারেজি গোষ্ঠী দায়েশের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। সাধারণ মুসলিম ও তালিবান মুজাহিদদের টার্গেট করে তারা মসজিদ-মাদ্রাসা, বাজার এমনকি হাস্পাতালে পর্যন্ত হামলা করে আসছে। আর তাদের দমনেও তাই জোর তৎপরতা চালাচ্ছেন ইমারতের নিরাপত্তা বাহিনী; এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা GDI.
গত ১৩ ফেব্রুয়ারি রাতেও গোয়েন্দা মহাপরিদপ্তর GDI’এর বিশেষ বাহিনী কাবুল শহরের কার্তা নাউ এলাকায় খারিজি সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ আস্তানায় এক জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।
বিশদ বিবরণ অনুযায়ী, অভিযানের সময় তিনজন খারিজি সন্ত্রাসী নিহত এবং একজন আহত হয়। তাছাড়া ঐ সন্ত্রাসীদের কাচহ থেকে অনেক সামরিক ও প্রযুক্তিগত সরঞ্জাম এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
দায়েশ সন্ত্রাসীদের পাশাপাশি অন্যান্য নানান অপরাধ দমনেও কাজ করে যাচ্ছেন ইমারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুজাহিদগণ। গত ১৪ ফেব্রুয়ারি এক দিনেই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রায় ২৬ অপরাধিকে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঐ ২৬ জনের মধ্যে নিমরোজে চুরির অভিযোগে ১০ জন সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে, একই অপরাধে কাবুলে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে, আর কান্দাহারে ডাকাত দলের সদস্য হিসেবে আটক করা হয়েছে ৭ জনকে।
তাছাড়া পারওান প্রদেশে খুনের অভিযোগে ২ জনকে এবং অন্য ১ জনকে আটক করা হয়েছে হেরাত প্রদেশে চুরির অভিযোগে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি তারিখেও একইভাবে সারা দেশ থেকে বিভিন্ন ফৌজদারি অভিযোগে জড়িত সন্দেহে মোট ৪২ জন ব্যক্তিকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। তাদেরকে গাড়ি চুরি, মদপান, নথি জালিয়াতি, ট্রাফিক দুর্ঘটনা ও জুয়া খেলা সহ অন্যান্য কিছু অনৈতিক অপরাধে জড়িত সন্দেহে আটক করা হয়।
দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জরদারের পাশাপাশি ইসলামি ইমারত প্রশাসন নিজ জনগণ ও উম্মাহর প্রতি দায়িত্ব পালনের কথা মাথায় রেখে প্রতিরক্ষা বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই তারা ন্যাটো বাহিনীর কাছ থেকে জব্দ করা কোন না কোন বাহন মেরামত করে ব্যবহারোপযোগী করছে, যার মধ্যে হেলিকপ্টার, ট্যাঙ্ক এমনকি যুদ্ধবিমানও অন্তরভুক্ত।
সেই সাথে নতুন মুজাহিদদেরকে প্রশিক্ষিত করে তুলে প্রতিরক্ষাবাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধির কাজও অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়ার আওতায় ২০৫ আল-বদর কোর থেকে ৫০০ জন মুজাহিদিন স্নাতক সম্পন্ন করেছেন।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে ৫০০ জন মুজাহিদকে গত ১৩ ফেব্রুয়ারি সোমবার একটি জমকালো অনুষ্ঠানে মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। এই মুজাহিদরা ২০৫ আল বদর কোরের শিক্ষাকেন্দ্রে তিন মাসের সামরিক, ইল্মি ও পেশাদার প্রশিক্ষণের পর স্নাতক হয়েছেন, আলহামদুলিল্লাহ্৷
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যে স্নাতকদেরকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং তাদের অর্পিত দায়িত্ব সম্পূর্ণ আন্তরিকতা ও সততার সাথে পালন করতে আহ্বান জানান। সেই সাথে তাদেরকে দায়িত্বে অবহেলা না করার বিষয়টিও স্মরণ করিয়ে দেন।
গ্রাজুয়েট মুজাহিদগণও পূর্ণ আন্তরিকতা ও সততার সাথে ইসলামী মূল্যবোধ ও ইসলামী রাষ্ট্রকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. 3 Daesh militants killed, equipment seized in Kabul operation
– https://www.alemarahenglish.af/3-dae...bul-operation/
2. 500 Mujahideen graduate from 205 Al-Badr Corps
– https://www.alemarahenglish.af/500-m...al-badr-corps/
3. 26 held on various charges across the country
– https://www.alemarahenglish.af/26-he...s-the-country/
4. 41 held on various charges across the country
– https://www.alemarahenglish.af/41-he...s-the-country/
আফগানিস্তান থেকে বিদেশি দখলদার সেনা প্রত্যাহার এবং ইসালামি ইমারত গঠনের পর থেকেই দখলদারদের আশ্রয়ে-প্রস্রয়ে বেড়ে ওঠা খারেজি গোষ্ঠী দায়েশের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। সাধারণ মুসলিম ও তালিবান মুজাহিদদের টার্গেট করে তারা মসজিদ-মাদ্রাসা, বাজার এমনকি হাস্পাতালে পর্যন্ত হামলা করে আসছে। আর তাদের দমনেও তাই জোর তৎপরতা চালাচ্ছেন ইমারতের নিরাপত্তা বাহিনী; এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা GDI.
গত ১৩ ফেব্রুয়ারি রাতেও গোয়েন্দা মহাপরিদপ্তর GDI’এর বিশেষ বাহিনী কাবুল শহরের কার্তা নাউ এলাকায় খারিজি সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ আস্তানায় এক জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।
বিশদ বিবরণ অনুযায়ী, অভিযানের সময় তিনজন খারিজি সন্ত্রাসী নিহত এবং একজন আহত হয়। তাছাড়া ঐ সন্ত্রাসীদের কাচহ থেকে অনেক সামরিক ও প্রযুক্তিগত সরঞ্জাম এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
দায়েশ সন্ত্রাসীদের পাশাপাশি অন্যান্য নানান অপরাধ দমনেও কাজ করে যাচ্ছেন ইমারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুজাহিদগণ। গত ১৪ ফেব্রুয়ারি এক দিনেই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রায় ২৬ অপরাধিকে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঐ ২৬ জনের মধ্যে নিমরোজে চুরির অভিযোগে ১০ জন সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে, একই অপরাধে কাবুলে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে, আর কান্দাহারে ডাকাত দলের সদস্য হিসেবে আটক করা হয়েছে ৭ জনকে।
তাছাড়া পারওান প্রদেশে খুনের অভিযোগে ২ জনকে এবং অন্য ১ জনকে আটক করা হয়েছে হেরাত প্রদেশে চুরির অভিযোগে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি তারিখেও একইভাবে সারা দেশ থেকে বিভিন্ন ফৌজদারি অভিযোগে জড়িত সন্দেহে মোট ৪২ জন ব্যক্তিকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। তাদেরকে গাড়ি চুরি, মদপান, নথি জালিয়াতি, ট্রাফিক দুর্ঘটনা ও জুয়া খেলা সহ অন্যান্য কিছু অনৈতিক অপরাধে জড়িত সন্দেহে আটক করা হয়।
দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জরদারের পাশাপাশি ইসলামি ইমারত প্রশাসন নিজ জনগণ ও উম্মাহর প্রতি দায়িত্ব পালনের কথা মাথায় রেখে প্রতিরক্ষা বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই তারা ন্যাটো বাহিনীর কাছ থেকে জব্দ করা কোন না কোন বাহন মেরামত করে ব্যবহারোপযোগী করছে, যার মধ্যে হেলিকপ্টার, ট্যাঙ্ক এমনকি যুদ্ধবিমানও অন্তরভুক্ত।
সেই সাথে নতুন মুজাহিদদেরকে প্রশিক্ষিত করে তুলে প্রতিরক্ষাবাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধির কাজও অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়ার আওতায় ২০৫ আল-বদর কোর থেকে ৫০০ জন মুজাহিদিন স্নাতক সম্পন্ন করেছেন।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে ৫০০ জন মুজাহিদকে গত ১৩ ফেব্রুয়ারি সোমবার একটি জমকালো অনুষ্ঠানে মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। এই মুজাহিদরা ২০৫ আল বদর কোরের শিক্ষাকেন্দ্রে তিন মাসের সামরিক, ইল্মি ও পেশাদার প্রশিক্ষণের পর স্নাতক হয়েছেন, আলহামদুলিল্লাহ্৷
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যে স্নাতকদেরকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং তাদের অর্পিত দায়িত্ব সম্পূর্ণ আন্তরিকতা ও সততার সাথে পালন করতে আহ্বান জানান। সেই সাথে তাদেরকে দায়িত্বে অবহেলা না করার বিষয়টিও স্মরণ করিয়ে দেন।
গ্রাজুয়েট মুজাহিদগণও পূর্ণ আন্তরিকতা ও সততার সাথে ইসলামী মূল্যবোধ ও ইসলামী রাষ্ট্রকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিবেদক : আবু আব্দুল্লাহ
তথ্যসূত্র:
1. 3 Daesh militants killed, equipment seized in Kabul operation
– https://www.alemarahenglish.af/3-dae...bul-operation/
2. 500 Mujahideen graduate from 205 Al-Badr Corps
– https://www.alemarahenglish.af/500-m...al-badr-corps/
3. 26 held on various charges across the country
– https://www.alemarahenglish.af/26-he...s-the-country/
4. 41 held on various charges across the country
– https://www.alemarahenglish.af/41-he...s-the-country/
Comment