• চারদিনের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস।
• গাজায় প্রত্যাশিত যুদ্ধবিরতি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হবে না বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলী মিডিয়া। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের ব্যাপারে বিস্তারিত জানানোর আগ পর্যন্ত যুদ্ধবিরতি বিলম্বিত হবে।
• এক দখলদার ইসরায়েলী কর্মকর্তা বলেছে, শুক্রবারের আগে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না।
• দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে।
• দখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, সে তার দেশের গোয়েন্দা সংস্থা মোসাদকে হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।
• আল-শিফা হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতদের মধ্যে শতাধিক লাশ শেষ পর্যন্ত গণকবরে কবরস্থ করা হয়েছে।
• লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
• পশ্চিম তীরে একটি বসত বাড়ি এবং হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
• গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন।
• গত ২১ নভেম্বর দক্ষিণ লেবাননে সন্ত্রাসবাদী ইসরায়েল কাপুরোষিত হামলা চালিয়ে আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার খলিল হামিদ খারাজকে শহীদ করেছে। ৫৪ বছর বয়সী কমান্ডার খলিল হামিদ ছিলেন দক্ষিণ লেবাননের রশিদিয়া ক্যাম্পের বাসিন্দা।
• আরও এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সন্ত্রাসী ইসরায়েল। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ৬৯ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলী বাহিনী।
• হামাস কর্মকর্তা মুসা আবু মারজুকের বরাতে আল-জাজিরা জানিয়েছে, হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে এবং বন্দী মুক্তির বিষয়ে প্রস্তুত আছে।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৪,৫৩২ জন। নিহতদের মধ্যে প্রায় ৬ হাজার শিশুও রয়েছে।
Comment