• আরও ১১ ইসরায়েলী বন্দীকে হামাস মুক্তি দেওয়ার পর ইসরায়েলে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৯ ইসরায়েলী ও অন্য বিদেশি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস।
• চতুর্থ ধাপে আরও ৩ জন ফিলিস্তিনী নারী এবং ৩০ শিশুকে মুক্তি দেবে ইসরায়েল।
• ১১ ইসরায়েলী বন্দীর সাথে মুক্তি পেয়েছে ২ জার্মান কিশোর। তাদের মুক্তিতে স্বাগত জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক।
• ইউনিসেফ প্রতিনিধি জেমস এলডার বলেছেন, গাজার ফিলিস্তিনীরা ‘পানি, খাবার এবং শান্তি’-এর আবেদন জানাচ্ছে। এর আগে জেমস এলডার গাজার পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছিলেন।
• কাতার এবং হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
• কাতারের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি দুইদিন বৃদ্ধি পাওয়া মানে হলো আরও ২০ ইসরায়েলী বন্দী এবং ৬০ ফিলিস্তিনী বন্দীর মুক্তি পাওয়া।
• এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন আবারও ইসরায়েলে সফরে যাবে। এই সময় সে দখলীকৃত পশ্চিম তীর এবং সংযুক্ত আরব আমিরাতেও সফর করবে।
• যুক্তরাষ্ট্রের ভার্মন্টে তিনজন ফিলিস্তিনী শিক্ষার্থীকে গুলি করেছে সন্ত্রাসবাদীরা। কেবলমাত্র ‘ফিলিস্তিনী হওয়ার জন্যই’ তাদেরকে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার।
Comment