• সন্ত্রাসী ইসরায়েল গাজায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল অন্তত ১৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
• পশ্চিম তীরের জেনিনেও সামরিক অপারেশন বিস্তৃত করেছে সন্ত্রাসী ইসরায়েল। ২ দিনে ৪০০ বাড়িঘর ধ্বংস করেছে তারা এবং হত্যা করেছে ১০ জন ফিলিস্তিনিকে। আরও অনেককে গ্রেফতার করেছে।
• জাবালিয়া শরণার্থী শিবিরের আল মিম্বার মসজিদে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
• হিজবুল্লাহ বলেছে, তাদের দুই যোদ্ধা নিহত হয়েছে। তবে কীভাবে ও কোথায় নিহত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।
• এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুললিভ্যান অঘোষিত এক সফরে সৌদি আরব আছে। সেখানে সে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলছে। এরপর সুললিভ্যানের ইসরায়েল সফরেরও কথা রয়েছে।
• মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গাজায় ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে সাক্ষাত করেছে। সে তাদেরকে আশ্বস্ত করেছে যে, বন্দীদের মুক্ত করতে সে যতটুকু সম্ভব যেকোনো চেষ্টা চালিয়ে যাবে।
• খান ইউনিসে সন্ত্রাসী ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। হামলায় ব্যবহার করা হয়েছে ‘ইয়াসিন-১০৫’ এবং ‘শাওয়াজ’ অস্ত্র।
• শুজাইয়ার ঘটনাকে কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের চিফ অব স্টাফ। সেখানে একদল ইসরায়েলি সন্ত্রাসী সেনা মুজাহিদগণের ফাঁদে পড়ে। হতাহত সেনাদের নিতে এসে নিজেরাও মুজাহিদগণের হামলার শিকার হয়। মুজাহিদগণ প্রথমে পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে শত্রু সেনাদের উপর হামলা চালান। পরে গুলি বর্ষণের মাধ্যমে জায়োনিস্ট সৈন্যদের হত্যা করেন। এ হামলায় অন্তত ৭ সন্ত্রাসী সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই অফিসার পদের।
• নাবলুসের জাবালুত তুরে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• লেবানন-ফিলিস্তিন সীমান্ত এলাকায় ইসরায়েলের ৬টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
• জেনিনে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছেন শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডের যোদ্ধারা। এছাড়াও খান ইউনিস, শুজাইয়া এবং গাজাতে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।
• বীর আল-সাবির একটি হাসপাতালে দখলদার বাহিনীর ৪৯ সন্ত্রাসী সেনা আহত অবস্থায় ভর্তি হয়েছে। এছাড়া তেল আবিব হাসপাতালেও আরও ২৩ জায়োনিস্ট সেনা ভর্তি হয়েছে।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮,৬০৮ জন।