• রাফাহ শহরের কুয়েতি হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এতে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার একজন কর্মী সেখানে ছিলেন। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বলেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
• গাজার অন্যান্য এলাকাতেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এর মধ্যে মাগাঝি এবং আয-যাওয়ায়দা এলাকাতেও হামলা চালিয়েছে তারা।
• মিশরের যুদ্ধবিরতি চুক্তি বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে কায়রোতে গেছেন হামাসের একদল প্রতিনিধি।
• পূর্ব জেরুজালেমের একটি চেকপয়েন্টে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জায়োনিস্ট বাহিনী বলেছে, ঐ ফিলিস্তিনি ছুরি নিয়ে দখলদারদের উপর হামলা করেছিলেন। এতে দুই দখলদার আহত হয়েছে।
• সিরিয়ান সরকারি টেলিভিশন জানিয়েছে, দামেস্কে হামলা করেছে ইসরায়েল। এই হামলা সিরিয়ার বিমান প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান সামরিক ও গোয়েন্দা সূত্র।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২১৩২০ জন ফিলিস্তিনি।
• ২৮শে ডিসেম্বর দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার সংক্ষিপ্ত বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
• গাজাজুড়ে দখলদার বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের ৮টি সামরিক যান, ৮টি মারকাভা ট্যাংক ও ১টি সামরিক ডি৯-বুলডোজার ধ্বংস করেছেন।
• আল-মাগাঝি ক্যাম্পে দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংকে ইয়াসিন-১০৫ দিয়ে হামলা করেছেন। শত্রুদের অবস্থানে মর্টার দিয়েও হামলা চালিয়েছেন তাঁরা।
• গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে দখলদার বাহিনীর সামরিক যান ও অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের খাজা এলাকায় অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর উপর সফলভাবে একটি অ্যান্টি পার্সনেল ‘রাদিয়া’ বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে দখলদার সেনারা হতাহত হয়েছে।
• তাল আল-রাইস এলাকায় দখলদার বাহিনীর উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টার হামলা চালিয়েছেন।
• খান ইউনিসে দখলদার বাহিনীর একটি এপিসি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন।
• খান ইউনিসে দখলদার বাহিনীর আরেকটি মারকাভা ট্যাংক সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। ট্যাংকটি আগুনে জ্বলছিল।
• গাজার উত্তরাঞ্চলের আয-যায়তুন এলাকায় দখলদার বাহিনীর একটি ‘স্কাইলার্ক-২’ ড্রোন ভূপাতিত করেছেন। ড্রোনটি গোয়েন্দা মিশন নিয়ে এসেছিল গাজায়।
আল-কুদস ব্রিগেড:
• বিভিন্ন জায়গায় যুদ্ধে দখলদার বাহিনীর দুটি সামরিক যান ধ্বংস করেছেন।
• আল-বুরেইজ ক্যাম্পের তালকাদুম এলাকায় দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানের উপর মর্টার হামলা চালিয়েছেন।
• যায়তুনের আবু উরুবান এলাকায় দখলদার বাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে রকেট হামলা চালিয়েছেন।
• খান ইউনিসে দখলদার বাহিনীর অবস্থান ও সামরিক যানে রকেট হামলা চালিয়েছেন।
শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড:
• খান ইউনিসে দখলদার বাহিনী স্ট্রিট ৫-এ একটি ভবনের ভেতরে অবস্থান করছিল। তাদেরকে লক্ষ্য করে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে শত্রুরা হতাহতের শিকার হয়েছে।
• খান ইউনিস ও স্ট্রিট ৫-এর আশপাশে শত্রুসেনাদের উপর মর্টার হামলা চালিয়েছেন।
শহীদ উমার আল-কাসেম বাহিনী:
• খান ইউনিসে অনুপ্রবেশকারী জায়োনিস্টদের সামরিক যান লক্ষ্য করে ভারী মর্টার হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদী ব্রিগেড:
• খান ইউনিস এলাকায় দখলদার বাহিনীর উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টার হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের আল-বালাদ এলাকায় আরপিজি দিয়ে দখলদার বাহিনীর দুটি সামরিক যান আংশিকভাবে ধ্বংস করেছেন।
• আল-তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর সাথে মেশিনগান ও আরপিজি নিয়ে লড়াই করেছেন।
Comment