• রিজার্ভ সৈন্যদের গাজা থেকে প্রত্যাহার করবে বলে জানিয়েছে ইসরায়েল। এতে তারা নাকি ভবিষ্যত যুদ্ধের জন্য ‘শক্তি অর্জন’ করতে পারবে!
• যুক্তরাষ্ট্র লোহিত সাগরে হুথিদের তিনটি নৌকায় হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ হুথি যোদ্ধা নিহত হয়েছে।
• গত ৮৫ দিনে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী ১৮২৫টি গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস।
• এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১,৮২২ জন ফিলিস্তিনি।
• ৩১শে ডিসেম্বর মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো হামলার সংক্ষিপ্ত বিবরণ:
ইয়েমেনি হুতি সশস্ত্র বাহিনী:
• ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া কন্টেইনার জাহাজ মারস্ক হ্যাংজু-কে টার্গেট করে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেনি হুতি সশস্ত্র বাহিনী।
আল-কাসসাম ব্রিগেড:
• দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছেন।
• জায়তুন এলাকায় মুজাহিদিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে SAM-7 বিমানবিধ্বংসী মিসাইল দিয়ে দখলদার বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
• তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর বিশেষ বাহিনীর উপর আইইডি এবং মেশিনগান ব্যবহার করে হামলা করেছেন।
• জায়তুন ও দারাজ এলাকায় ‘শুআথ’ বিস্ফোরক এবং ইয়াসিন-১০৫ ব্যবহার করে ৫টি সামরিক যানে হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের উত্তরে দখলদার বাহিনীর ডি৯-বুলডোজারে হামলা করেছেন।
• খান ইউনিসে সামরিক যান ও জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টার নিক্ষেপ করেছেন।
• উত্তর গাজার বেইত লাহিয়ায় স্কাইলার্ক-২ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছেন।
আল-কুদস ব্রিগেড:
• তাল আল-হাওয়া এলাকায় দখলদার বাহিনীর উপর মর্টার হামলা করেছেন।
• শুজাইয়াতে দখলদার বাহিনীকে ববি-ট্র্যাপ হামলা করেছেন। এতে অন্তত ১ শত্রুসেনা নিহত ও আরেকজন আহত হয়েছে।
• তুফফাহ এলাকায় এক দখলদার সৈন্যকে সফলভাবে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
• আল-জায়তুন এলাকায় দখলদার বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারে রকেট ও ভারী মর্টার হামলা করেছেন।
নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেড:
• আল-বুরেইজ ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর ২টি আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে দখলদার বাহিনী সুনিশ্চিত হতাহতের শিকার হয়েছে।
শহীদ উমার আল-কাসেম বাহিনী:
• খান ইউনিসের আল-কাতিবা এলাকায় একটি জায়োনিস্ট ট্যাংকে উচ্চমাত্রার বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন। এটি ট্যাংককে সফলভাবে আঘাত হেনেছে।
• গাজা গভর্নরেটের দক্ষিণে কয়েকটি জায়োনিস্ট সামরিক যানের উপর সফল হামলা চালানো হয়।
আল-আকসা শহীদি ব্রিগেড:
• আল-তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে বুলেট ও আরপিজি দিয়ে লড়াই করেছেন।
• আল-তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর অবস্থানে ভারী মর্টার হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
• সাইর মিসাইল দিয়ে গাজা শহরের পশ্চিমের সাগরে একটি দখলদার সামরিক স্পিডবোটে হামলা চালিয়েছেন। (ভিডিও প্রকাশ করেছেন)
• গাজা শহরের আল-শাতি এলাকায় দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানের উপর মর্টার হামলা চালিয়েছেন।
• জায়তুন ও তাল আল-হাওয়া এলাকায় দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানে মর্টার ও শর্টরেঞ্জের রকেট ব্যবহার করে হামলা চালিয়েছেন।
• দখলদার বাহিনীর কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র গনিমত লাভ করেছেন যোদ্ধারা
Comment