Announcement

Collapse
No announcement yet.

ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ জানুয়ারি, ২০২৪

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ জানুয়ারি, ২০২৪


    ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ জানুয়ারি, ২০২৪




    মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এবং দক্ষিণ গাজার রাফাহতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসরায়েল।

    জায়োনিস্ট বাহিনী তাদের আরও ৯ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এই নিয়ে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এখন পর্যন্ত ১৮৭ দখলদার সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। কিন্তু প্রকৃতপক্ষে নিহত জায়োনিস্ট সৈন্যের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে প্রতিরোধ যোদ্ধাদের বরাতে জানা যায়। আল-কাসসাম ব্রিগেডের মতে, ৫১৯ জায়োনিস্ট সৈন্য নিহত ও ২৪৩০ সৈন্যের বেশি আহত হয়েছে। যদিও জায়োনিস্ট হাসপাতাল সূত্রে জানা যায়, ৬২০০ এরও বেশি সৈন্য আহত হয়েছে।

    দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জানিয়ে মামলা করেছে। দক্ষিণ আফ্রিকার এই মামলায় আরও কয়েকটি দেশ সমর্থন প্রকাশ করেছে। দেশগুলো হলো- মালয়েশিয়া, তুরস্ক, জর্ডান ও বলিভিয়া।

    দখলীকৃত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসে এক বিবৃতি প্রদান করেছে মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন। সে বলেছে, গাজায় সাধারণ মানুষ নিহত হওয়ার সংখ্যা অনেক বেশি।

    গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে এখন ১৫টি হাসপাতাল আংশিকভাবে চালু আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৩,২১০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৫৯,১০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ৯,৬০০, আর নারীর সংখ্যা ৬,৭৫০ জন। এছাড়াও,এখন পর্যন্ত নিঁখোজ আছে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ জানিয়েছেন,

    গত সপ্তাহে ৪২টি জায়োনিস্ট সামরিক যানে হামলা করেছেন আল-কাসসাম মুজাহিদিন
    নিশ্চিত নিহত হয়েছে ২২ দখলদার জায়োনিস্ট সৈন্য
    ৫২টি বিভিন্ন ধরনের হামলা চালানো হয়েছে।
    দখলদার হেলিকপ্টারে মিসাইল হামলা চালিয়েছেন।
    একটি হারমেস-৯০০ গোয়েন্দা মানববিহীন বিমান ভূপাতিত করেছেন এবং একটি স্কাইলার্ক ও দুটি ড্রোন জব্দ করেছেন।
    তেল আবিব ও এর আশপাশে রকেট হামলা চালিয়েছেন।


    ৯ জানুয়ারি ২০২৪ তারিখে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হামলার একটি বিবরণ দিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

    বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে কাসসাম ঘুল রাইফেল দিয়ে ৪ জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
    খান ইউনিসে আল-ইয়াসিন ১০৫ দিয়ে একটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন।
    খান ইউনিসে অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছেন।
    খান ইউনিসের বনী সুহাইলাতে দখলদার পদাতিক বাহিনীর উপর একটি থান্ডার অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে দখলদার সৈন্যরা হতাহত হয়েছে।
    খান ইউনিস শহরের দক্ষিণে ইয়াসিন ১০৫ দিয়ে আরেকটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা করেছেন মুজাহিদগণ।
    একদল পদাতিক জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান দিয়ে হামলা চালিয়ে হতাহত করেছেন। হতাহত জায়োনিস্ট সৈন্যদের উদ্ধারে একটি হামমার জিপ এলে, সেটিতে আরবিজি গোলা দিয়ে আঘাত করেছেন আল-কাসসাম মুজাহিদিন। ঘটনাটি ঘটেছে গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে।
    জায়তুন এলাকায় দখলদার বাহিনীকে সহ দুটি টানেল বিস্ফোরন করেছেন মুজাহিদগণ।
    জায়তুন এলাকার দক্ষিণে কুয়েতি জংশনের কাছে মেশিনগান দিয়ে জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর হামলা করেছেন মুজাহিদিন।
    জায়তুন এলাকায় দখলদার বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন আল-কাসসাম ও আল-কুদুস ব্রিগেড।
    জায়তুন এলাকার সিকা স্ট্রিটের কাছে দখলদার বাহিনীর একটি পদাতিক দলকে মেশিনগান দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে দখলদার সৈন্যরা হতাহত হয়েছে।
    জায়তুন এলাকায় গোয়েন্দা মিশন নিয়ে আসা জায়োনিস্ট স্কাইলার্ক ড্রোন জব্দ করেছেন মুজাহিদগণ।

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আল্লাহ গাযার মুসলিমদের সাহায্য করুন, ইসরাইলকে ধ্বংস করুন

    Comment

    Working...
    X