• রবিবারে দখলীকৃত পশ্চিম তীরে দখলদার বাহিনীর তিনটি হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, গাজায় বাকি থাকা ইসরায়েলি বন্দীদের ভাগ্য সাম্প্রতি সপ্তাহগুলোতে অনিশ্চিত হয়ে গেছে।
• গাজায় দুই দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। এ কারণে অনেক ফিলিস্তিননিরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন।
• গাজায় বন্দী থাকা ১৩৬ ইসরায়েলির মুক্তির দাবিতে তেলআবিবে ২৪ ঘণ্টা ধরে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা।
• ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের আগ পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েল ৫৪ বিলিয়ন ডলার খরচ করবে।
• দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধের ১০০ দিন অতিক্রান্ত হয়েছে। এই ১০০ দিনে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হামলা চালিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধের ১০০তম দিনে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ বলেন, গত ১০০ দিনে আল-কাসসাম ব্রিগেড ১০০০ ইসরায়েলি সামরিক যানে হামলা করেছেন এবং এগুলোকে নষ্ট করে দিয়েছেন।
• ১৪ই জানুয়ারি, আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন। এরপর জায়োনিস্ট স্পেশাল বাহিনীর সাথে মেশিনগান দিয়ে যুদ্ধ করেছেন।
• বুরেইজ ক্যাম্পে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছেন।
• খান ইউনিসে দখলদার সৈন্য ও সামরিক যানের সমাবেশে মর্টার হামলা চালিয়ে ধ্বংস করেছেন।
• দখলীকৃত আশদুদ শহরে দখলদারদের উপর মাকাদমা এম৭৫ রকেট নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• খান ইউনিস শহরের দক্ষিণে একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেট মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে দখলদার সেনাদের মধ্যে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।
Comment