Announcement

Collapse
No announcement yet.

ফিলিস্তিনের জিহাদ | আপডেট ‌‌- ২৭শে জানুয়ারি, ২০২৪

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফিলিস্তিনের জিহাদ | আপডেট ‌‌- ২৭শে জানুয়ারি, ২০২৪



    • গাজার খান ইউনিসের নাসের হাসপাতালকে পাঁচ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ‘ট্যাংক থেকে সবাইকে গুলি করা হচ্ছে’ বলে জানিয়েছেন আহমেদ আল-মুগরাবি নামে নাসের হাসপাতালের একজন প্লাস্টিক সার্জন।

    • আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গণহত্যা থামাতে নির্দেশনা দিয়েছে। কিন্তু রাফাহতে কর্মরত আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম জানিয়েছেন যে, ইসরায়েলি সামরিক কৌশলে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

    • ইউএনআরডব্লিউএ-এর স্টাফদের ব্যাপারে ৭ই অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে জায়োনিস্ট ইসরায়েল। আর এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটিকে অর্থ প্রদান করে বন্ধ করে দিয়েছে নয়টি দেশ। আয়ারল্যান্ড ও নরওয়ে সংস্থাটিকে সাহায্য প্রদান জারি রাখার কথা জানিয়েছে। ইউএনআরডব্লিউএ-এর প্রধান জানিয়েছে, তারা এই অভিযোগের ব্যাপারে তদন্ত করবে।

    • গত ২৪ ঘণ্টায় গাজায় ১৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    • গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকদের সংখ্যা ১২০ জনে পৌঁছেছে।

    • দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৬,২৫৭ জন ফিলিস্তিনি এবং আহত ৬৪,৭৯৭ জন।

    • ২৭শে জানুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

    আল-কাসসাম ব্রিগেড:

    • খান ইউনিসের আল-আমাল এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে হামলা করেছেন।

    • ইয়াসিন ১০৫ রকেট দিয়ে দখলদার বাহিনীর একটি মারকাভা ট্যাংকে হামলা করেছেন মুজাহিদগণ।

    আল-কুদস ব্রিগেড:

    • খান ইউনিসের পশ্চিম ও দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান ও ট্যাংক-বিধ্বংসী মিসাইল দিয়ে লড়াই করেছেন।

    • সেদেরত, নিরআম এবং গাজার অন্য কিছু দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন।

    • খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি মারকাভা ট্যাংক ও ২টি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।

    • আবু সাফিয়াহ সামরিক অবস্থানের আশপাশে দখলদার বাহিনীর উপর মর্টার হামলা করেছেন যোদ্ধারা।

    • মাগাঝি ক্যাম্পের পূর্বে জায়োনিস্টদের সাপ্লাই লাইন এবং সামরিক যানে মর্টার হামলা করেছেন।

    • খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার হামলা করেছেন।

    মুজাহিদিন ব্রিগেড:

    • বেইত লাহিয়াতে দখলদার বাহিনীর উপর ভারী মর্টার হামলা করেছেন।

    উমার আল-কাসিম বাহিনী:

    • খান ইউনিসে অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর উপর ১০৭মিমি রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে।

    • বাতেন আল-সামিন ও আল-আমাল এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছেন। একটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করা হয়েছে।

    আল-আকসা ব্রিগেড:

    • দক্ষিণ গাজার খান ইউনিস এবং উত্তর গাজার বেইত লাহিয়ার উত্তরে আল-আতাত্রা এলাকায় দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছেন।

    আল-আসিফাহ বাহিনী:

    • খান ইউনিসের কাছে দখলদার বাহিনীর অবস্থানে স্বল্পদূরত্বের রকেট এবং মর্টার হামলা করেছে।

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সকলে ব্রিগেড বা বাহিনী কী একই কমান্ডরে আন্ডারে কাজ করে??

    Comment

    Working...
    X