• মার্কিন বাহিনী জর্ডানে ড্রোন হামলায় তাদের ৩ জন সেনা সদস্য নিহতের প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় ৮৫ টিরও বেশি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
• দক্ষিণ গাজার রাফা এলাকার ২টি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে।
• বৈরুতে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন- মিশর, ইসরায়েল, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাগণ বিভিন্ন স্তরের যে প্রস্তাবনা পেশ করছে তা গ্রহণযোগ্য নয়। কেননা এতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কোন প্রস্তাবনা নেই।
• ইউরোপ ও আমেরিকার প্রায় ৮০০ কর্মকর্তা তাদের নিজ নিজ দেশের সরকারের কাছে চিঠি দিয়েছেন, যেখানে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জ্ঞাপন করে একে ‘শতাব্দীর সবচেয়ে ভয়াবহ গণহত্যা’ বলে উল্লেখ করেছেন।
• ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজার প্রায় ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বা সম্পূর্ণ একাকি হয়ে বেঁচে আছে।
• ইউনিসেফ আরও বলেছে, গাজার ১.২ মিলিয়ন শিশুর প্রায় সকলেরি মানসিক স্বাস্থ্যজনিত সহায়তার প্রয়োজন।
• জাতিসংঘ বলেছে, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল সময়ের মধ্যে ১১২ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ১৪৮ জনকে আহত করা হয়েছে।
• একসময়ের ‘নিরাপদ এলাকা’ ঘোষিত রাফাহতে আক্রমণ চালাতে সন্ত্রাসী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বানের কারণে প্রায় ১ মিলিয়নের (১০ লাখ) বেশি ফিলিস্তিনি এই আশংকা করছেন যে, তাদের উপর নতুন মাত্রায় ইসরায়েলি আগ্রাসন শুরু করা হতে পারে।
• ২ ফেব্রুয়ারি জায়োনিস্ট-মার্কিন জোটের উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে একটি এপিসিতে হামলা চালিয়েছে।
🔻 পশ্চিম খান ইউনিসের আল-আকাদ এলাকায় ইয়াসিন-১০৫ দিয়ে ইসরায়েলিদের একটি মারাকাভা ট্যাংক এ হামলা চালিয়েছেন, ফলে সেটিতে আগুন ধরে যায়।
🔻 গাজা সিটিতে ইয়াসিন-১০৫ দিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সশস্ত্র সামরিক বাহন (এপিসি) ধ্বংস করেছে।
🔻গাজা সিটির পশ্চিমে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে হামলা করে ইসরায়েলি দখলদার বাহিনীর ১৫ সদস্যকে নির্মূল করেছে।
🔻গাজা সিটির পশ্চিম দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যদের একটি জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করেছে।
🔻গাজা সিটির উত্তরে ইয়াসিন-১০৫ এবং শোয়াভ বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়নিস্টদের ৩ টি মারকাভা ট্যাংকে হামলা করেছে।
আল-কুদস ব্রিগেড:
🔻 শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে ফাজাহ সামরিক কেন্দ্রে ১০৭ মি.মি. রকেট হামলা চালিয়েছে।
🔻 খান ইউনিসের পসচিমে ইসরায়েলি সেনা সদস্যদের একটি জমায়েতে ৬০মি.মি. রকেট শেল নিক্ষেপ করেছে।
🔻 খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর ১০ জনের একটি দলের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে হতাহত করেছে।
আল-আকসা ব্রিগেড:
🔻 গাজার দক্ষিণ-পশ্চিম অক্ষে এন্টি-আরমার রকেট দিয়ে একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছে।
🔻 গাজার দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলি ট্যাংকের পার্কিং এরিয়ায় স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করেছে।
🔻 খান ইউনিসের পশ্চিম দিকে অত্যাধুনিক এন্টি-আর্মার রকেট দিয়ে একটি ডি-৯ বুলডোজারে হামলা চালিয়েছে
🔻 মাঘাযি এলাকার পূর্বদিকে ইসরায়েলি সামরিক অবস্থানে ১০৭মি.মি. রকেট হামলা চালিয়েছে।
শহীদ উমর আল-কাশিম ফোর্স:
🔻 উত্তর গাজার জাবালিয়ার পূর্বদিকে একটি ধ্বংসস্তুপের পেছনে আশ্রয় নেওয়া ইসরায়েলি বাহিনীর এটি জমায়েতে বেশ কিছু মর্টার নিক্ষেপ করেছেন।
🔻 কিসসুফিম সামরিক কেন্দ্রে ইসরায়েলি সামরিক জানের একটি সমাবেশে বেহস কিছু মর্টার নিক্ষেপ করেছেন।
আল-আসিফাহ্ ফোর্স:
🔻 খান ইউনিসের দক্ষিণ দিকে ২টি মারকাভা ট্যাংক এবং একটি ডি-৯ সামরিক বুলডোজারে আরপিজি হামলা চালিয়েছে।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজা সিটির দক্ষিণ দিকে ইসরায়েলি সৈন্য ও সমরযানের একটি সমাবেশে স্বল্প-পাল্লার রকেট নিক্ষেপ করেছে।
🔻 গাজা সিটির সউশি টাওয়ারের নিকটে এন্টি-ট্যাংক রকেট দিয়ে একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছে।
🔻 গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক অবস্থানে মর্টার হামলা চালিয়েছে।