• রাফাহতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার অর্ধেকেরও বেশি মানুষ এখন রাফাহতে অবস্থান করছেন। সারাবিশ্বের সামনেই ভয়াবহ গণহত্যা চালানোর কথা ঘোষণা করছে ইসরায়েল।
• ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সে বলেছে, হামাসের উপর পূর্ণ বিজয় অর্জন করার আগ পর্যন্ত যুদ্ধ থামাবে না ইসরায়েল।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৭,৭০৮ জন ফিলিস্তিনি।
• ৭ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান নেওয়া একদল জায়োনিস্ট সৈন্যের উপর টিবিজি দুর্গবিধ্বংসী এবং অ্যান্টি-পার্সনেল শেল দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 গাজা শহরের পশ্চিমে একটি মারকাভা ট্যাংক ও একটি সামরিক বুলডোজারকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।
🔻 গাজা শহরের শুজাইয়াতে একটি তানডেম রকেট দিয়ে মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন।
🔻 আল-কুদস ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে জায়োনিস্ট বাহিনীর ১০ সদস্যের একটি দলকে লক্ষ্য করে ২টি অ্যান্টি-পার্সনেল শেল দিয়ে হামলা করেছেন এবং তাদের সাথে মেশিনগান দিয়ে যুদ্ধ করেছেন।
🔻 আল-কুতিবাতে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল দিয়ে হামলা করেছেন।
🔻 গাজা শহরের শিল্পাঞ্চলের কাছে এক জায়োনিস্ট অফিসারকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
আল-কুদস ব্রিগেড:
🔻 আল-বুরেইজ ক্যাম্পের আকাশে উড়ন্ত জায়োনিস্ট কোয়াডকপ্টার ড্রোনকে ভূপাতিত করে জব্দ করেছেন।
🔻 গাজার পশ্চিমে সায়্যাদ এবং সাহাব নামে দুটি সুইসাইড ড্রোন দিয়ে জায়োনিস্টদের অবস্থানে হামলা করেছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে আল-হাউজ স্কুলের কাছে একটি ভবনে অবস্থান নেওয়া ৭ সদস্যের জায়োনিস্ট বাহিনীকে টিবিজি রকেট দিয়ে হামলা করেছেন। এতে সব শত্রুসৈন্য হতাহত হয়েছে।
🔻 খান ইউনিসের আল-আমাল এলাকায় একটি সামরিক বুলডোজারে আরপিজি দিয়ে হামলা করেছেন। এতে ভেতরে থাকা শত্রুসৈন্য নিহত হয়েছে এবং বুলডোজারে আগুন ধরে গেছে।
🔻 আল-আকসা ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা করেছেন।
আল-আকসা ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমে একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করেছেন।
🔻 গাজার পশ্চিমে জায়োনিস্ট অবস্থঅনে আল-আকসা রকেট ও মর্টার দিয়ে হামলা করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজা শহরের জাওয়াজাত এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন ।
🔻 গাজা শহরের পশ্চিমে একটি মারকাভা ট্যাংকে ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা করেছেন।
Comment