• খান ইউনিসের নাসের হাসপাতালে অপারেটিং রুমে কাজ করার সময় একজন ফিলিস্তিনি ডাক্তারকে গুলি করেছে এক দখলদার ইসরায়েলি স্নাইপার।
• ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ ইসরায়েলি কারাগারে মারা গেছেন। ২০২২ সালের মে থেকে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তিনি।
• দখলদার ইসরায়েলি বাহিনী অধিকাংশ ফিলিস্তিনির সর্বশেষ আশ্রয়স্থল রাফাহতেও স্থল অভিযান চালানোর চিন্তা করছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফাহতে স্থল অভিযান চালানোকে সমর্থন করবে না।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭৮৪০ জন ফিলিস্তিনি।
• ৮ই ফেব্রুয়ারিতে জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
– গাজা শহরে জায়োনিস্ট বাহিনীর মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।
– গাজা শহরের কাছে এক জায়োনিস্ট স্নাইপারকে নিহত করেছেন।
আল-কুদস ব্রিগেড:
– পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় গভর্নরেটে একটি জায়োনিস্ট কোয়াকপ্টার ড্রোন ভূপাতিত করেছেন।
– পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় গভর্নরেটে জায়োনিস্ট বাহিনীর তাবুতে ১০৭মিমি গাইডেড মিসাইল দিয়ে হামলা করেছেন।
– খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে মেশিনগান ও ট্যাংক-বিধ্বংসী শেল দিয়ে তীব্র লড়াই করেছেন।
– খান ইউনিসের পশ্চিমে হাউজ এলাকার কাছে একটি আবাসিক ভবনে লুকিয়েছিল জায়োনিস্ট বাহিনী। সেই ভবনে গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে।
– জায়োনিস্ট সামরিক যানে তানডেম শেল দিয়ে হামলা চালিয়েছেন। এতে সামরিক যানে আগুন ধরে যায়।
মুজাহিদিন ব্রিগেড:
– গাজা শহরের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র লড়াই করেছেন।
– ৯টি বিভিন্ন সামরিক কমান্ড সাইটে রকেট হামলা চালিয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
– জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন। বাতন আল-সামিন এবং আল-আমাল এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে সশস্ত্র লড়াই করেছেন।
আবু আলী মুস্তফা বিগ্রেড:
– জাবালিয়া এবং গাজার পূর্বে জায়োনিস্ট অবস্থানে রকেট এবং ভারী মর্টার হামলা চালিয়েছেন।
আল-আসিফা বাহিনী:
– গাজার পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
– খান ইউনিসের দক্ষিণে এবং কেন্দ্রীয় এলাকায় এবং গাজা শহরের পশ্চিমাঞ্চলে জায়োন্সিট বাহিনীর সাথে মেশিনগান, আরপিজি এবং অন্য যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র লড়াই করেছেন।
Comment