• উত্তর গাজায় ফিলিস্তিনিরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। সেখানে কোনো আশ্রয়স্থান নেই।
• রাফাহ সীমান্তে দেয়াল নির্মাণ করছে মিশর। মিশরের দাবি এটিকে তারা ‘লজিস্টিক জোন’ হিসেবে তৈরি করছে।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,৯৮৫ জন ফিলিস্তিনি।
• ১৭ই ফেব্রুয়ারি ইসরায়েলি জায়োনিস্ট বাহিনীর উপর হামলার সংক্ষিপ্ত বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে কিছু সংখ্যক স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 খান ইউনিসের কেন্দ্রীয় এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে মেশিনগান ও ট্যাংক বিধ্বংসী গোলা নিয়ে যুদ্ধ করেছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান করা জায়োনিস্ট বাহিনীর সাথে যুদ্ধ শেষে শত্রুদের থেকে সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেছেন।
🔻খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর কমান্ড ও কন্ট্রোল অবস্থানে আল-কুদুস ব্রিগেডের সাথে যৌথ হামলায় ১২০মিমি মর্টার শেল নিক্ষেপ করেছেন।
🔻 উত্তর গাজায় দখলদার বাহিনীর অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছেন।
🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও আরপিজি ব্যবহার করেছেন।
🔻 বেইত হানুন এলাকায় একটি কোয়াডকপ্টার ড্রোনে হামলা চালিয়ে এটি জব্দ করেছেন।
🔻 বেইত হানুনের পূর্বে জায়োনিস্ট অবস্থানে ৬০মিমি মর্টার হামলা করেছেন।
🔻 আসকালান ও জিকিমে কেএন-১০৩ রকেট হামলা করেছেন।
🔻 উমার আল-কাসেম বাহিনীর সাথে এক যৌথ অভিযানে গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট সাপ্লাই লাইনের উপর রকেট হামলা চালিয়েছেন।
Comment