বুরকিনায় জেএনআইএম-এর দুই অভিযানে অন্তত ২৭ সৈন্য নিহত
বুরকিনা ফাসোর টেঙ্কোডুগউ ও ফাডিঙ্গুরমা রাজ্যে ২টি ভারি অভিযানের ঘোষণা দিয়েছে প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’। এতে দেশটির অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে বলে দাবি দলটির।
আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা যায়, প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রথম অভিযানটি চালিয়েছেন টেঙ্কোডুগউ রাজ্যে। গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাজ্যটির সুগল এলাকায় অবস্থিত সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। ফলশ্রুতিতে বুরকিনান সেনাবাহিনীর অন্তত ১২ সৈন্য নিহত হয়। সেই সাথে মুজাহিদগণ ১০টি ক্লাশিনকোভ সহ বিভিন্ন জিনিসপত্র গনিমত হিসাবে অর্জন করেন।
অপরদিকে মুজাহিদগণ তাদের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। অভিযানটি ফাডিঙ্গুরমা রাজ্যের নাশাবোনী শহরে সেনাবাহিনীর অস্থায়ী একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এতে বুরকিনান সেনাবাহিনীর ১৫ সৈন্য নিহত হয়।
অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা সেনা সদস্যদের তাঁবুগুলো পুড়িয়ে দেন। সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা ঘটনাস্থল থেকে ১১টি ক্লাশিনকোভ, ২টি বেকাস অস্ত্র, ১টি আরপিজি, ৯টি আরপিজি শেল, ১১টি মোটরসাইকেল এবং ১৪টি পিকা সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ বাক্স জব্দ করেন।
বুরকিনা ফাসোর টেঙ্কোডুগউ ও ফাডিঙ্গুরমা রাজ্যে ২টি ভারি অভিযানের ঘোষণা দিয়েছে প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’। এতে দেশটির অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে বলে দাবি দলটির।
আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা যায়, প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রথম অভিযানটি চালিয়েছেন টেঙ্কোডুগউ রাজ্যে। গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাজ্যটির সুগল এলাকায় অবস্থিত সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে অভিযানটি চালানো হয়। ফলশ্রুতিতে বুরকিনান সেনাবাহিনীর অন্তত ১২ সৈন্য নিহত হয়। সেই সাথে মুজাহিদগণ ১০টি ক্লাশিনকোভ সহ বিভিন্ন জিনিসপত্র গনিমত হিসাবে অর্জন করেন।
অপরদিকে মুজাহিদগণ তাদের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। অভিযানটি ফাডিঙ্গুরমা রাজ্যের নাশাবোনী শহরে সেনাবাহিনীর অস্থায়ী একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এতে বুরকিনান সেনাবাহিনীর ১৫ সৈন্য নিহত হয়।
অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা সেনা সদস্যদের তাঁবুগুলো পুড়িয়ে দেন। সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা ঘটনাস্থল থেকে ১১টি ক্লাশিনকোভ, ২টি বেকাস অস্ত্র, ১টি আরপিজি, ৯টি আরপিজি শেল, ১১টি মোটরসাইকেল এবং ১৪টি পিকা সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ বাক্স জব্দ করেন।
Comment