Announcement

Collapse
No announcement yet.

ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

    ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতায়েহ পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, জেরুজালেম ও পশ্চিম তীরে যুদ্ধ ছড়িয়ে যাওয়া এবং গাজায় গণহত্যা, যুদ্ধ ও ক্ষুধার্ত অবস্থার বিবেচনার মধ্য দিয়েই তার এই সিদ্ধান্ত এসেছে।

    মার্কিন বিমান বাহিনীর এক সদস্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে নিহত হয়েছে। ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন করেছে ঐ মার্কিন বিমান সৈন্য। তাকে স্বাগত জানিয়েছেন হামাস কর্তৃপক্ষ।

    গাজায় জায়োনিস্ট ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,৭৮২ জন ফিলিস্তিনি।

    ২৬শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
    আল-কাসসাম ব্রিগেড:


    🔻খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছিল ১৫ সদস্যের জায়োনিস্ট পদাতিক বাহিনী। তাদের উপর একটি অ্যান্টি পার্সনেল মাইন বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
    🔻আবাসান আল-কাবিরা এলাকায় ইয়াসিন ১০৫ রকেট দিয়ে একটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন।
    🔻 আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর ৪ সদস্যকে প্রথমে অ্যান্টি পার্সনেল রকেট দিয়ে হামলা করেছেন। এরপর তাদের সাথে খুব কাছাকাছি অবস্থান থেকে যুদ্ধ করে তাদের সবাইকে হত্যা করেছেন।
    🔻 মধ্য গাজার ফিলিস্তিন বিশ্ববিদ্যালয়ের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীকে অ্যাম্বুশের শিকার বানিয়েছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।🔻গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট আগ্রাসী বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা করেছেন।

    আল-কুদুস ব্রিগেড:

    🔻 খান ইউনিসের পূর্বাঞ্চলে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
    🔻 কিসুফিম সামরিক অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন। আর জায়তুন এলাকায় জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
    🔻 মধ্য খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছেন।
    🔻 গাজা শহরের জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর দুটি সামরিক যানে আরবিজি দিয়ে হামলা চালিয়েছেন।

    আল-আকসা ব্রিগেড:

    🔻 খান ইউনিসের পূর্বে দুই জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলা করেছেন।
    🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের সমাবেশে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

    মুজাহিদিন ব্রিগেড:


    🔻 গাজার দক্ষিণপূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
    🔻 রে’ইমে জায়োনিস্ট দখলদারদের অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
    🔻 জায়তুন এলাকার দক্ষিণ উপকণ্ঠে একটি দখলদার সামরিক বুলডোজারে অ্যান্টি আর্মর ‘সাইয়ার’ রকেট হামলা চালিয়েছেন।

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মার্কিন বিমান বাহিনীর এক সদস্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে নিহত হয়েছে। ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন করেছে ঐ মার্কিন বিমান সৈন্য। তাকে স্বাগত জানিয়েছেন হামাস কর্তৃপক্ষ।
    Al-Firdaws মিডিয়ার ভাইয়েরা, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। আল্লাহ আপনাদের তাওফিক দান করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment


    • #3
      আলহামদুলিল্লাহ্‌
      আজ প্রায় ৫ মাস পার হয়ে যাওয়ার পরও আল্লাহ্‌র অশেষ মেহেরবানিতে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা সমানতালে জিহাদ চালিয়ে যাচ্ছেন। এবং শত বিপদ মোকাবেলা করেও সাধারণ ফিলিস্তিনিরা পর্যন্ত আলহামদুলিল্লাহ্‌ জালিমের সামনে মাথা নোয়ান নাই। এটাই ইনশাআল্লাহ আল্লাহ্‌র রহমতের কারণ হবে।

      يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
      হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধর ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও। [সুরাহ আলে ইমরান : 200]

      Comment


      • #4
        (ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতায়েহ পদত্যাগ করেছেন। )
        তিনি কেন পদত্যাগ করবেন। তিনি পশ্চিমাদের গোলামী করেন। তাই তিনি পশ্চিমাদের আদেশ পালন করেছেন।
        পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

        Comment

        Working...
        X