• উত্তর গাজায় ত্রাণের খাবারের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলিবর্ষণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনী কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় একজন ফিলিস্তিনি বন্দুকধারীও এলি সেটলমেন্টে দুই দখলদার জায়োনিস্টকে হত্যা করেছেন।
• একদল দখলদার জায়োনিস্ট বেইত হানুন বর্ডার ক্রসিং ভেঙ্গে গাজায় প্রবেশ করেছে। তারা জায়োনিস্ট কর্তৃপক্ষের কাছে সেখানে নতুন দখলদারিত্ব প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে।
• গাজায় দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,০৩৫ জন ফিলিস্তিনি।
• ২৯শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীকে ২টি ববি-ট্র্যাপ টানেলে বিস্ফোরণের শিকার বানিয়েছেন। এই হামলায় কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর ৩টি এপিসি এবং একটি মারকাভা ট্যাংকে ইয়াসিন-১০৫ দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
🔻 গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে ৫ সদস্যের জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল মাইন বিস্ফোরণ ঘটিয়েছেন।
আল-কুদুস ব্রিগেড:
🔻 খান ইউনিসের পূর্বে জানা’আ এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই চেইনে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর ২টি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
নাসের সালেহ আদ-দ্বীন ব্রিগেড:
🔻 সেদেরত সেটেলমেন্টে রকেট হামলা চালিয়েছেন।
🔻 গাজার উত্তরাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজার পশ্চিম ও দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর ফিল্ড কমান্ড হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 গাজায় জায়োনিস্ট দখলদারিত্বের অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
🔻 খান ইউনিসের আল-আমাল এলাকায় একটি জায়োনিস্ট সামরিক যানের উপর উচ্চ মাত্রার বিস্ফোরক বিস্ফোরিত করেছেন।
Comment