• গত রাতে গাজা শহরে এবং রাফাতে বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
• কায়রোতে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে। হামাস তাদের প্রতিনিধি পাঠিয়েছে।
• তেলআবিবে ইসরায়েলি সরকারবিরোধী বিক্ষোভ থেকে ৭ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
• হুথিদের হামলায় জায়োনিস্টপন্থী ব্রিটিশ মালিকানাধীন একটি মালবাহী জাহাজ লোহিত সাগরে ডুবে গেছে। যুক্তরাজ্য ও ইয়েমেনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৩০,৪১০ জন ফিলিস্তিনি।
• ২ মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 আল-জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর স্কাইলার্ক গোয়েন্দা ড্রোন জব্দ করেছেন।
🔻 সোয়াথ বিস্ফোরক দিয়ে জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে একদল জায়োনিস্ট পদাতিক সৈন্যকে টার্গেট করে অ্যান্টি পার্সনেল রাদিয়া বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণপূর্বে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।
🔻দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে সাতার এলাকায় জায়োনিস্ট বাহিনীর পদাতিক সৈন্যদের উপর হামলা চালিয়েছেন। জায়োনিস্ট সৈন্যরা একটি বিধ্বস্ত ভবনে প্রবেশ করার সময় তাদের উপর ২টি অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেন মুজাহিদগণ। এতে ৭ জায়োনিস্ট সৈন্য নিহত বা আহত হয়েছে।
আল-কুদুস ব্রিগেড:
🔻 মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় জায়োনিস্ট বাহিনীর হারমেস-৯০০ ড্রোনকে এসএএম-৭ মিসাইল দিয়ে হামলা করেছেন।
🔻 গাজার দক্ষিণ উপকণ্ঠে নেতজারিম এলাকায় জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টার হামলা চালিয়েছেন।
🔻 গাজায় জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 উত্তর গাজার জাবালিয়ার পূর্বে সায়ের মিসাইল দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যানে হামলা করেছেন।🔻 গাজার জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের সমাবেশে মর্টারশেল হামলা চালিয়েছেন।
আল-আকসা ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার যুদ্ধে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক ট্যাংক ও একটি সামরিক বুলডোজারে তানডেম ও আরপিজি রকেট দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিস ও জায়তুন এলাকার উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা ব্রিগেডের যোদ্ধারা।
Comment