• গাজা শহরের কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে ভুগে মারা গেছে ১৫ শিশু। অন্যান্য হাসপাতালে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে ইউনিসেফ।
• মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দল। একজন হামাস প্রতিনিধি জানিয়েছেন, “আগ্রাসন বন্ধ করতে এবং সাহায্য ও ত্রাণ প্রবেশকে জোরদার করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে আমরা খুব গুরুত্বের সাথে কাজ করছি।”
• ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে তাদের কোনো প্রতিনিধি দল পাঠায়নি।
• রাফাতে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।
• দেইর আল-বালাহতে খাদ্যের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এর আগে ২৯শে ফেব্রুয়ারিতে খাদ্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট বাহিনীর হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৪১০ জন ফিলিস্তিনি।
• ৩ মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট সৈন্যরা। সেই ভবনে বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। তাছাড়া ২টি ইসরায়েলি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে বেশকিছু শত্রুসৈন্য হতাহত হয়েছে।
🔻 বেইত লাহিয়ার উত্তরপশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 গাজা শহরের নেতজারিম উপকণ্ঠে এবং জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনী ও তাদের সামরিক যানের অবস্থানে গোলাবর্ষণ করেছেন।
🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থান নেওয়া একটি ভবনে ১০৭মিমি গাইডেড মিসাই হামলা চালিয়েছেন। এতে কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।🔻 আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে একটি যৌথ অপারেশনে জায়োনিস্ট বাহিনীল বীইরি সেটেলমেন্ট (যে স্থান জায়োনিস্ট ইসরায়েলিরা দখল করে বসবাস করছে) এবং রাইম সেটেলমেন্টের ইসরায়েলি সামরিক হেডকোয়ার্টারে রকেট হামলা চালিয়েছেন।🔻 জায়তুন এলাকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সাপ্লাই চেইনে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 গাজা শহরের নেতজারিম উপকণ্ঠে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীকে অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন যোদ্ধারা। এসময় জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান এবং অ্যান্টি পার্সনেল যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।
🔻জায়তুনের দক্ষিণাঞ্চলে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 মধ্য গাজার পূর্বে আবু মিতিবাকের আশপাশে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 কেএন-১০৩ রকেট দিয়ে আসকালানে দখলদারদের উপর হামলা চালিয়েছেন।
নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড:
🔻 মধ্য গাজার পূর্বে রাইম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছেন।
আবু আলী মুস্তফা ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টার হামলা চালিয়েছেন।
Comment