ইয়েমেনে আল-কায়েদার “সাহামুল হক” অপারেশনে অন্তত ৬১৩ শত্রু সেনা হতাহত
আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা “আনসারুশ শরিয়াহ্” নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা “সাহামুল হক/অ্যারোস অফ রাইট” অপারেশনের ধারাবাহিকতায় শত্রু বাহিনীর বিরুদ্ধে ২১৫টি পৃথক অপারেশন পরিচালনা করছেন।
দলটির অফিসিয়াল আল-মালাহিম ম্যাগাজিনের ১৯তম সংখ্যায় শত্রু বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এসকল হামলার একটি ইনফোগ্রাফি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা গত ১৪৪৪ হিজরি সনের সফর মাস থেকে ১৪৪৬ হিজরির সফর মাস পর্যন্ত (দুই বছর) ইয়েমেনে শত্রু বাহিনীর বিরুদ্ধে ২১৫টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। মুজাহিদদের পরিচালিত এই অপারেশনগুলির মধ্যে রয়েছে ১৩৯টি আইইডি বিস্ফোরণ, ১৮টি স্নাইপার আক্রমণ, ৭টি অ্যাম্বুশ, ১টি ইস্তেশহাদী হামলা, ১৫টি সম্মুখ যুদ্ধ, ১৫টি ড্রোন হামলা, ১৬টি মর্টার হামলা এবং ৪টি মিসাইল উৎক্ষেপণ।
আনসারুশ শরিয়াহ্’র “অ্যারোস অফ রাইট” অপারেশনে শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতির প্রাথমিক ফলাফল হিসাবে উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদদের অভিযানগুলোতে শত্রু বাহিনীর উচ্চপদস্থ ২১ কর্মকর্তা সহ ২৩৪ এরও বেশি সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে উচ্চপদস্থ অফিসার সহ আরও ৩৭৯ এরও অধিক সৈন্য। এসময় ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত্রু বাহিনীর অসংখ্য সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম ও ঘাঁটি।
শত্রু বাহিনীর ধ্বংস হওয়া বিভিন্ন সামরিক যানের মধ্যে রয়েছে ১০০টিরও বেশি গাড়ি, ১৩টিরও বেশি সাঁজোয়া যান, ৭টি মোটরসাইকেল এবং ৪টি ড্রোন। এছাড়াও মুজাহিদদের এসকল অভিযানে শত্রু বাহিনীর আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক ২,০০০,০০০ ডলারেরও বেশি।
Comment