আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করতে নদী তীর শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন
নদীর তীররেখা শক্তিশালী করতে বিগত বছরে ৪টি প্রকল্প বাস্তবায়ন করেছে পাঞ্জশির প্রদেশের নদী অববাহিকা কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রদেশটির ১ হাজারটি ঘরবাড়ি ও ৩০০ হেক্টর কৃষিজমির ক্ষয়ক্ষতি রোধ করা হয়েছে।
বাখতার নিউজ এজেন্সির তথ্যানুযায়ী, প্রকল্পগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নদী তীরবর্তী রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ, যা প্রদেশটির বিভিন্ন জেলায় কার্যকর করা হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়ন করতে ২০.৪ মিলিয়ন আফগানি অর্থ বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাগণ উক্ত প্রকল্পের বাস্তবায়নকে স্বাগত জানিয়েছেন। পানির ঝুঁকি রোধে এটিকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে তারা বিবেচনা করছেন।
তথ্যসূত্র:
1. Shoreline Projects Save Hundreds of Homes in Panjshir Province
– https://tinyurl.com/bdfvh5d8
Comment