চূড়ান্ত নির্মাণ শেষে উদ্বোধন হল কাবুলে অবস্থিত শাহ ওয়া আরুস বাঁধ
ইমারতে ইসলামিয়ার কাবুল প্রদেশের শাকারদারা জেলায় অবস্থিত শাহ ওয়া আরুস বাঁধ মেগাপ্রকল্পের অবশিষ্ট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার প্রশাসন বিষয়ক উপপ্রধানমন্ত্রী, রাজনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী, মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য, বেসরকারী খাতের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাগণ।
অনুষ্ঠানে নিজ বক্তব্যে পানি সম্পদের তাৎপর্য তুলে ধরেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পানি এখন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফ্যাক্টর। এমনকি কিছু দেশে পানির মূল্য তেল ও মূল্যবান খনিজ পদার্থের তুলনায় বেশি বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু আফগানিস্তানে ইতোপূর্বে যুদ্ধাবস্থাসহ নানাবিধ কারণে এই খাতে যথেষ্ট বিনিয়োগ করা হয় নি। ফলে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার অভাবে বৃষ্টিপাত, বন্যা ইত্যাদি কারণে জনজীবন ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয়েছে।
তবে ইমারতে ইসলামিয়া সরকার পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব স্বীকার করে থাকে। তাই গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক সম্পদ পরিচালনায় মনোনিবেশ করেছে এই সরকার।
তাই এই প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি শাহ ওয়া আরুস বাঁধ মেগাপ্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন হয়েছে। এটি কৃষিতে সেচের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করবে। জলবিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে ইনশাআল্লাহ।
এই মেগাপ্রকল্প সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানান উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ। উক্ত বাঁধ ও সমজাতীয় অন্যান্য প্রকল্পগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে সম্মিলিত দায়িত্ব পালনের প্রতি তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
উল্লেখ্য যে, শাহ ওয়া আরুস বাঁধের উচ্চতা ৭৮ মিটার, ধারণ ক্ষমতা ৯.৪ মিলিয়ন ঘনমিটার। এটি প্রায় ৩,৫০০ হেক্টর কৃষি জমিতে সেচ সরবরাহ করবে। এছাড়া ১.২ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে।
তথ্যসূত্র:
1. Economic Deputy PM Inaugurates Shah Wa Arus Dam
– https://tinyurl.com/yhnne4wz
Comment