শরণার্থীদের আবাসনের জন্য ২৮,১১৬ জেরিব জমি নির্বাচন করেছে ইমারতে ইসলামিয়া
আফগানিস্তানের ৯টি প্রদেশে শরণার্থীদের আবাসন বরাদ্দের জন্য ২৮ হাজার ১১৬ জেরিব (প্রায় ১৩৮৯৫ একর) জমি নির্ধারণ করেছে শরণার্থী বিষয়ক ভূমি বিতরণ কমিটি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ইমারতে ইসলামিয়ার নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রী শাইখ হামদুল্লাহ নুমানি হাফিযাহুল্লাহ। উল্লেখ্য যে, ১ জেরিব হল প্রায় ০.৪৯ একরের সমতুল্য।
বাখতার নিউজ এজেন্সিকে দেয়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, প্রাদেশিক কমিটিগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে কাবুল, গজনি, উরুজগান, ফারাহ, কান্দাহার, জাওযান, সামানগান, পাঞ্জশির ও বামিয়ান প্রদেশে শরণার্থী আবাসনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে।
এছাড়া গজনি, উরুজগান, কান্দাহার, জাওযান, সামানগান, পাঞ্জশির ও বামিয়ান প্রদেশে চিহ্নিত জমিগুলোর টপোগ্রাফিক জরিপ সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। অবশিষ্ট প্রদেশগুলোতে শীঘ্রই জরিপ প্রক্রিয়া পরিচালনা করা হবে।
ভূমি বিতরণ কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফাহিম জাকারিয়া হাফিযাহুল্লাহ জানান, প্রদেশগুলোতে নির্ধারিত জমিগুলো হস্তান্তরের প্রস্তাব আমিরুল মু’মিনীনের নিকট পেশ করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এতে নির্মাণ প্রকল্প পরিচালনা করছেন নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ের পেশাগত দলের সদস্যগণ।
তথ্যসূত্র:
1. Ministry of Urban Development Designates Land for Refugee Housing Projects
– https://tinyurl.com/yr8zbye2
Comment