বেনিনে আল-কায়েদার দুঃসাহসী অভিযান: নিহত অন্তত ৩০ শত্রু সেনা
![](https://alfirdaws.org/wp-content/uploads/2025/01/benin_%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB_%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%A7%E0%A7%A6_%E0%A7%A8%E0%A7%A7%E0%A7%AA%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%AD-copy.webp)
বেনিন, নাইজার এবং বুরকিনা ফাসোর সীমান্তবর্তী অঞ্চল ট্রিপল পয়েন্টে অবস্থিত বেনিনিজ সামরিক ব্যারাকে দুঃসাহসী এক অভিযান পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট মুজাহিদিনরা। এতে ৩০ এরও বেশি বেনিনিজ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) তাদের অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ১০ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৮ জানুয়ারী বুধবার বিকাল ৪টায়, বেনিনে বড় ধরণের একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন।
সূত্রমতে, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা উক্ত অপারেশনটি দেশের উত্তরাঞ্চলীয় ক্রিমা রাজ্যের ওয়াদা শহরে অবস্থিত বেনিনিজ সেনাবাহিনীর একটি ব্যারাক লক্ষ্য করে পরিচালনা করছেন। অভিযানে অংশ নিয়েছিলেন ‘জেএনআইএম’এর অর্ধশতাধিক মুজাহিদ, যারা সামরিক ব্যারাকটি লক্ষ্য করে একযোগে বিভিন্ন দিক থেকে সন্ধ্যা পর্যন্ত আক্রমণ চালিয়েছেন। ফলশ্রুতিতে ৩০ এরও বেশি বেনিনিজ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে।
মুজাহিদিনরা অভিযান শেষে সামরিক ব্যারাক থেকে গনিমত হিসাবে জব্দ করেছেন ৫টি 14mm অস্ত্র, ৩টি দুশকা, ৩টি মর্টার, ৩টি পিকা, ১টি আরপিজি, ৩৭টি ক্লাশিনকোভ, ৩০ বক্স গোলাবারুদ, ৩৬টি হ্যান্ড গ্রেনেড, একটি ড্রোন এবং অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম।
উল্লেখ্য যে, বেনিন প্রশাসন দেশটির উত্তরে মুজাহিদদের অগ্রগতি রুখতে গত বছরের ডিসেম্বরে ৫,০০০ অতিরিক্ত সেনা নিয়োগ করেছিল। একই বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বেনিনে ৬.৬ মিলিয়ন ডলার মূল্যের সাঁজোয়া যান এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের শুরুতে দেশটিকে সামরিক সহায়তা করতে ৪৭ মিলিয়ন ইউরো (৪৯ মিলিয়ন ডলার) দেওয়ার ঘোষণা করেছে।
পশ্চিমাদের বিপুল পরিমাণ এই সামরিক সহায়তা এবং অতিরিক্ত সেনা মোতায়েন সত্ত্বেও দেশের উত্তরাঞ্চলে মুজাহিদিনরা তাদের সামরিক অপারেশন অব্যাবহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা ২০২১ সালের পর গত বুধবার দেশটির উত্তরে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছেন। আর তা চালানো হয়েছে পশ্চিমাদের দ্বারা প্রশিক্ষিত বেনিনের সবচাইতে উন্নত সামরিক ইউনিট হিসাবে পরিচিত “মিরাডোর” নামক কথিত সন্ত্রাসবিরোধী ইউনিটের ব্যারাক লক্ষ্য করে।
Comment