Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ#| ২১ রজব, ১৪৪৬ হিজরী।। ২২ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ#| ২১ রজব, ১৪৪৬ হিজরী।। ২২ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    পাকিস্তান থেকে ফেরত আসা ৩ লাখের অধিক আফগান শরণার্থীকে ইমারতে ইসলামিয়া’র সহায়তা প্রদান


    ​বিগত ৯ মাসে ৩ লাখের অধিক আফগান শরণার্থী পাকিস্তান থেকে স্বদেশে ফিরে এসেছেন। কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের কর্মকর্তা মুফতি নেমাতুল্লাহ আলফাত হাফিযাহুল্লাহ জানান, স্পিন বোল্ডাক জেলা দিয়ে সর্বমোট ৫৮ হাজার ৬৬৩টি পরিবার দেশে ফিরে এসেছেন। পরিবারগুলোর সর্বমোট সদস্য সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৩০১ জন।

    ফিরে আসা এই সকল পরিবারের প্রতিটিকে ১০ হাজার আফগানি করে প্রদান করেছে ইমারতে ইসলামিয়া। পাশাপাশি তাদেরকে খাদ্য, ওষুধ, টিকা ও জীবন নির্বাহের প্রাথমিক সুবিধাদি সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত সহায়তা লাভের জন্য পরিবারগুলোকে অংশীদার সংস্থাসমূহের নিকট পাঠানো হয়েছে।

    ফেরত আসা অধিকাংশ পরিবার কান্দাহার, হেলমান্দ, উরুজগান, জাবুল ও ফারাহ প্রদেশের অন্তর্গত। অন্যান্য প্রয়োজন পূরণের পাশাপাশি নিজ প্রদেশে স্থানান্তর হতে তাদেরকে পরিবহন সুবিধা প্রদান করেছে ইমারতে ইসলামিয়া।

    উল্লেখ্য যে, কান্দাহার প্রদেশের দামান জেলায় শরণার্থীদের জন্য ৬০০০ জেরিব (প্রায় ২৯৬৫.৩ একর) এলাকাজুড়ে একটি জনপদ গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৫০০ জেরিব (প্রায় ৭৪১.৩ একর) জমির উপর ৭৯২টি প্লটের নকশা অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে প্লট পেয়েছে ২৫০ এরও অধিক শরণার্থী পরিবার।

    একই সাথে দক্ষ ব্যক্তিদের সুবিধা দিতে শোরানডাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছোট ব্যবসা প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ কর্মসূচি এবং সেলাই কাজ সহ অন্যান্য স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ব্যক্তিগণ স্থানীয় কারখানায় কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ।

    এছাড়া অংশীদার সংস্থাসমূহ শরণার্থী পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা ১৩০ টি পরিবারের প্রত্যেককে ৩৮ হাজার আফগানি, ৮০২টি পরিবারকে ৮৮০ ডলার এবং ৩০৯টি বাসার ঘরভাড়া বাবদ ১১ হাজার ৫০০ আফগানি প্রদান করেছে। পাশাপাশি তাদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে।

    এই সকল প্রচেষ্টা বাস্তুচ্যুতদের জীবন পুনর্গঠন ও অঞ্চলটির স্থিতিশীলতা জোরদার করতে ইমারতে ইসলামিয়া প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Over 300,000 Afghan Migrants Return from Pakistan Amid Support Initiatives
    https://tinyurl.com/484ym2ed
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আমাদের লক্ষ্য শরিয়াহ আইন বাস্তবায়ন করা, বিশ্বকে খুশি করা নয়: ইমারতে ইসলামিয়ার আইন মন্ত্রী




    আমাদের লক্ষ্য হলো শরিয়াহ আইন বাস্তবায়ন করা, বিশ্বকে খুশি করা নয়—এ মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়ার ভারপ্রাপ্ত আইন মন্ত্রী আব্দুল হাকিম শারী হাফিযাহুল্লাহ। তিনি গত ২০ জানুয়ারি, ‘আইনি নথিপত্র প্রণয়ন, বিশ্লেষণ এবং খসড়া কাঠামো তৈরি’ শিরোনামে অনুষ্ঠিত একটি সেমিনারে এ কথা বলেন। সেমিনারটি আফগানিস্তানের আইন সম্পর্কিত ৪১টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এবং কর্মচারীদের জন্য আয়োজিত হয়েছিল।

    ইমারতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয়ের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে শাইখুল হাদিস মাওলানা আব্দুল হাকিম শারী হাফিযাহুল্লাহ উদ্বোধনী ভাষণ দেন। অনুষ্ঠানে তিনি বলেন, আফগানিস্তানে আইন প্রণয়ন প্রক্রিয়ায় কিছু বাধা ও সমস্যা রয়েছে, যা সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ‘ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে আইন খসড়া প্রণয়ন করতে হবে সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদার ফরমান অনুযায়ী। তারপর তা পরবর্তী পর্যায়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

    আইন মন্ত্রী আরও বলেন, ‘এই প্রক্রিয়ায় যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোর সুষ্ঠু সমাধান খোঁজা উচিত, কারণ প্রশাসনিক কার্যক্রম ও ব্যবস্থাপনার সঠিক পরিচালনার জন্য আইন ও অন্যান্য আইনগত নথিপত্রের প্রয়োজন।’ তিনি আইন খসড়া প্রণয়নে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য উপস্থিত কর্মকর্তাদের এবং কর্মচারীদের নির্দেশ দেন।

    এ সময় তিনি আরও বলেছেন, ‘জনগণের জন্য উন্নত সেবা প্রদান এবং কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার উদ্দেশ্যে আইন প্রণয়ন প্রক্রিয়াটি দ্রুত এবং শক্তিশালী করতে হবে। আমাদের দায়িত্ব পৃথিবীকে সন্তুষ্ট করা নয়, বরং ইসলামি শরিয়াহ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা।’

    এছাড়া, অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও বৈজ্ঞানিক আইনি গবেষণা বিভাগের পরিচালক মুফতি ফজল হাদি সাহেবজাদা হাফিযাহুল্লাহ এবং ঐ বিভাগের আইন অধ্যয়ন, ব্যাখ্যা ও শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ আদরিস বারমক হাফিযাহুল্লাহও উপস্থিত ছিলেন। তারা এ সময় উল্লেখ করেন যে, ইমারতে ইসলামিয়ার শাসনকালে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে, এবং বর্তমানে সকল আইন আলেম ও বিশেষজ্ঞদের মাধ্যমে ফিকহী উৎস থেকে বিশ্লেষণ করে প্রণীত হচ্ছে।

    তথ্যসূত্র:
    1. د افغانستان اسلامي امارت د عدلیې وزارت د ۴۱ امارتي ادارو د تقنیني برخو مسؤولنیو او کارمندانو لپاره «د تقنیني سندونو د تسوید، تخریج او د مسودې جوړښت» تر سرلیک لاندې یو ورځنی سیمینار جوړ کړ.
    https://tinyurl.com/yc23kznk
    2. Acting Justice Minister: Our Mission is Islamic Law, Not Global Approval
    https://tinyurl.com/5czwh6ys
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজার গৌরবময় জনগণের বিজয়ে আল-কায়েদা কেন্দ্রীয় নেতৃত্বের অভিনন্দন বার্তা





      গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় বৈশ্বিক ইসলামি প্রতিরোধ আন্দোলন “আল-কায়েদা”র কেন্দ্রীয় নেতৃত্ব ২ পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেছে। দলটির অফিসিয়াল মিডিয়া শাখা আস-সাহাব ফাউন্ডেশন থেকে “গৌরবময় গাজার বিজয় উপলক্ষে আমরা আমাদের প্রিয় জনগণকে অভিনন্দন জানাই” শিরোনামে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এতে গাজার জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অভিনন্দন, ভালোবাসা এবং সমর্থন জানানো হয়েছে।

      বিবৃতিটির শুরুতেই মহান রবের প্রশংসা বাক্য হিসাবে উল্লেখ করা হয়, “সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআ’লার জন্য, যিনি মুমিনদেরকে সম্মানিত করেছেন, কাফেরদেরকে করেছেন অপমানীত। তিনি তাঁর মুজাহিদ বান্দাদের জন্য সাহায্যকারী হয়ে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তাঁর বান্দাকে সাহায্য করেছেন, তাঁর সৈন্যদের সম্মানিত করেছেন। আর একাই শত্রু জোটকে পরাজিত করেছেন।”

      প্রশংসা বাক্যের পর বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গৌরবময় গাজার জনগণ এবং আমাদের প্রিয় মুজাহিদিন ভাইদের পবিত্র “আল-আকসা ফ্লাড” অপারেশনে তাদের অর্জিত মহান বিজয়ের জন্য অভিনন্দন জানাই।”

      বিবৃতিতে বলা হয়েছে, “প্রকৃত বিজয় হচ্ছে কুফরী শক্তির তীব্র আক্রমণের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে অবিচলতা, ধৈর্য এবং দৃঢ়তার সাথে শত্রুর বিরুদ্ধে অধ্যবসায় আক্রমণ চালিয়ে যাওয়া।” আরও বলা হয়েছে যে, “গাজায় আল্লাহর বিজয়ের একটি উদাহরণ হচ্ছে, তিনি তাঁর বান্দাদের উপর শত্রুদের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিয়েছেন। শত্রুরা প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করতে চেয়েছিল, মুজাহিদদের নির্মূল করতে, মুজাহিদদের হাত থেকে বন্দীদের উদ্ধার করতে, মুসলিম বন্দিদেরকে তাদের কারাগারে আটকে রাখতে এবং গাজার কৌশলগত অক্ষগুলিতে দখলদারিত্ব বজায় রাখতে চেয়েছিল। কিন্তু এসব অর্জনে শত্রুর সমস্ত দুর্ভাগ্যজনক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আর সর্বশেষ তারা মুজাহিদদের শর্তের কাছে আত্মসমর্পণ করে গাজা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

      বিবৃতিতে গাজার প্রতিরোধ যোদ্ধাদের “অভিনন্দন, ভালোবাসা এবং সমর্থন” এর বার্তা দিয়ে বলা হয়, “ধৈর্যের আবরণে ঢাকা এই বিজয়ের মাধ্যমে আমাদের ভাইদের জন্য সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আসা এই সাফল্য উপলক্ষে, আমরা আল্লাহর পথে তাদের বিশ্বাস, জিহাদ, অবিচলতা এবং বীরত্বের জন্য তাদের জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা এবং সমর্থনের সবচেয়ে মহৎ বার্তা”।

      একই সাথে বিবৃতিতে বিশ্বজুড়ে মুসলমানদের “গাজার ভাইদের সাথে সংহতি প্রকাশ করার” আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে, “এটি প্রতিটি মুসলিম পুরুষের উপর ফরজ, এমনিকি সামর্থ্যবান “একজন মহিলা যিনি গাজার আমাদের ভাইদের অর্থ, অস্ত্র, দোয়া এবং কথা দিয়ে সাহায্য করতে পারেন।” আল্লাহর অনুমতিক্রমে এই যুদ্ধের ফলাফল হবে পবিত্র আল-আকসা মসজিদ এবং সমগ্র ফিলিস্তিনের মুক্তি।”

      বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, অপারেশন আল-আকসা ফ্লাড এখনও শেষ হয়নি। বরং আমরা এখনো গৌরবময় এই অপারেশনের প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইনে রয়েছি। এই অপারেশনের প্রভাব এবং প্রতিধ্বনি প্রসারিত হতে থাকবে।
      তাই আসুন! আমরা মসজিদুল আকসার পবিত্র পথকে পরিষ্কার করার কাজ সম্পূর্ণ করতে প্রচেষ্টা চালিয়ে যাই।

      নিশ্চয়ই এই উম্মাহর জন্য এমন একটি দিন আসবে, যখন তারা … ইহুদি এবং তাদের মিত্রদের থেকে সর্বোত্তম প্রতিশোধ নিবেন। যেদিন গাছ এবং পাথর ইহুদিদের রক্ত প্রবাহিত করার জন্য আকাঙ্ক্ষা করবে, এবং তারা সেদিন মুসলিমদের সমর্থন ও সহায়তা করতে চিৎকার করে বলবে, হে আল্লাহর বান্দা! আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো।

      তথ্যসূত্র:
      ١| من القيادة العامة لقاعدة الجهاد: تهنئة لأهلنا الأعزة بانتصار غزة العزة
      https://tinyurl.com/yk2fermz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        মুক্তি পেয়েছেন মার্কিন কারাগারে বন্দী থাকা আফগান মুজাহিদ খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ




        মার্কিন কারাগার থেকে বন্দী বিনিময় প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন আফগান মুজাহিদ খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ। বিনিময়ে আফগান কারাগারে বন্দী থাকা ২ জন আমেরিকান নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ইমারতে ইসলামিয়া ও মার্কিন প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনার পর বন্দী বিনিময় প্রক্রিয়াটি কার্যকর করা হয়।

        খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ প্রায় ২০ বছর আগে আফগানিস্তানের নানগারহার প্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। মার্কিন আদালত অন্যায়ভাবে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। মুক্তির পূর্বে তিনি ক্যালিফোর্নিয়ার কারাগারে অবস্থান করছিলেন।

        এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য কাতার প্রশাসনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই ধরনের সমস্যা সংলাপের মাধ্যমে সমাধানের ক্ষেত্রে এটিকে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।


        তথ্যসূত্র:
        1. IEA Exchanges Prisoner with the United States
        https://tinyurl.com/3hf43uvk
        2. Afghan released in prisoner exchange deal with US
        https://tinyurl.com/36z4bac6
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানের নানগারহার প্রদেশে ৫৫০ জন পুলিশ সদস্যের পেশাগত ও শরীয়াহ প্রশিক্ষণ সম্পন্ন




          আফগানিস্তানের নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলে ইসলামিক পুলিশ প্রশিক্ষণ ও শিক্ষা কেন্দ্র হতে ৫৫০ জন পুলিশ সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উক্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশিক্ষণে সদস্যগণ টহল, চেকপয়েন্ট, তল্লাশি, বিভিন্ন অস্ত্র ব্যবহার, অন্যান্য সুরক্ষা কৌশল ও দক্ষতাসহ পেশাগত এবং শরীয়াহ বিষয়ক জ্ঞান লাভ করেছেন।

          এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একাধিক প্রদেশের পুলিশ কমান্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          অনুষ্ঠানের বক্তব্যে পেশাগত দক্ষতা ও আদর্শিক শিক্ষা, উভয় প্রকার জ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ক্বারী রহমতুল্লাহ নোমানী হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, ইসলামী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং একটি সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এই প্রশিক্ষণের লক্ষ্য।



          মুজাহিদগণ এখন নতুন দক্ষতায় সজ্জিত, এই দক্ষতা কাজে লাগিয়ে তারা দেশকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া স্বজাতিকে কার্যকরভাবে সেবা প্রদান করতে পুলিশ সদস্যগণ আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

          তথ্যসূত্র:
          1. 550 Police Personnel Graduate in Nangarhar, Ready to Serve Community
          https://tinyurl.com/4st7d3ca
          2. https://x.com/moiafghanistan/status/1881585925194690819
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ

            Comment

            Working...
            X