Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ।। ০৪ শাবান, ১৪৪৬ হিজরী।। ০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ।। ০৪ শাবান, ১৪৪৬ হিজরী।। ০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

    ইমারতে ইসলামিয়া ও মধ্য এশিয়ার বাণিজ্য ১.৬৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ও মধ্য এশিয়ার পাঁচ দেশ—উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানের মধ্যে বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১.৬৯৬ বিলিয়ন ডলার। এর মধ্যে ১১২ মিলিয়ন ডলার রপ্তানি এবং ১.৫৮৪ বিলিয়ন ডলার আমদানি করা হয়েছে।

    গত ২ ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে তাজা ও শুকনো ফল, বিভিন্ন ধরনের জুস, পাথর এবং কৃষিপণ্য যেমন আলু ও পেঁয়াজ। অপরদিকে, মধ্য এশিয়ার দেশগুলো থেকে আফগানিস্তান আমদানি করেছে বিদ্যুৎ, জ্বালানি, গমের আটা, তেল, কারখানার কাঁচামাল, রাসায়নিক সার এবং সিমেন্ট।

    মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ফলে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে নতুন সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে আফগানিস্তানের জন্য বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে আফগানিস্তানের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৪২২ বিলিয়ন ডলার, যার মধ্যে ১.৮০৩ বিলিয়ন ডলার রপ্তানি এবং ১০.৬১৯ বিলিয়ন ডলার আমদানি করা হয়েছে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণ ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক অগ্রগতির এক নতুন সম্ভাবনা উন্মোচন করছে।


    তথ্যসূত্র:
    1. Afghanistan’s Trade with Central Asia Reaches $1.6 Billion in 1403
    https://tinyurl.com/yc8xsj94
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মুজাহিদিনদের হাতে কেনিয়ান সরকারের গুরুত্বপূর্ণ ৫ কর্মকর্তা বন্দী



    কেনিয়ার ঔপনিবেশিক শাসনাধীন মান্দেরা অঞ্চলে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করছেন আশ-শাবাব মুজাহিদিন। রাজ্যটির এল-কালো জেলা এবং ওয়ারগাদুদ শহরের মধ্যবর্তী হারাজুকি এলাকায় পরিকল্পিত অভিযানটি চালানো হয়েছে বলে জানা গেছে।

    এই অভিযানের মাধ্যমে আশ-শাবাব প্রশাসনের সাথে যুক্ত মুজাহিদিনরা, মান্দেরা রাজ্যে কেনিয়ান সরকারের ৫ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বন্দী করে নিয়ে গেছেন। মুজাহিদদের হাতে বন্দী হওয়া ৫ কর্মকর্তার নাম এবং পদবী হল:

    ১- আদৌ আব্দুল্লাহ মোহাম্মদ, ওয়ারগাদুদ শহরের প্রাক্তন গভর্নর।
    ২- মোহাম্মদ নূর হাজী, জাজাবুল জেলার চেয়ারম্যান।
    ৩- আব্দি হাসান সুরে, কুরাক মাদুবর জেলার চেয়ারম্যান।
    ৪- মোহাম্মদ হাসান কুলমেয়ী, পূর্ব ওয়ার্গাডুডের অঞ্চলের মেয়র।
    ৫- ইব্রাহিম গাবো ক্যাবডুলী, ওয়ার্গাডুড শহরের ডেপুটি চেয়ারম্যান।

    তথ্যমতে, এই কর্মকর্তারা একটি বিলাসবহুল গাড়িতে করে ভ্রমণ করছিল। আর তখনই মুজাহিদিনরা তাদেরকে বন্দী করেন এবং তাদেন বিলাসবহুল গাড়িটি মুজাহিদিনরা হস্তগত করেন।

    একই সময় ওয়ার্গাডুড শহর থেকে সাহায্যের জন্য আসা কেনিয়ার সেনাদের একটি কনভয়কে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। প্রচণ্ড বিস্ফোরণে কেনিয়ান সেনাদের একটি বিবো গাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ফলে এসময় গাড়িতে থাকা সমস্ত ক্রুসেডার সৈন্য নিহত হয়।

    তথ্যসূত্র:
    1. Al-Shabaab oo nolosha ku qabatay 5 Mas’uul oo ka tirsan maamulka NFD ee ku hoos-jira gumaysiga Kenya.
    https://tinyurl.com/3ee8vf4h
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আলহামদুলিল্লাহ, হৃদয় প্রশান্তকারী সংবাদ।

      Comment

      Working...
      X