Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ।। ২৮ শাবান, ১৪৪৬ হিজরী।। ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ।। ২৮ শাবান, ১৪৪৬ হিজরী।। ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

    চলতি বছরে আফগানিস্তানের নানগারহার প্রদেশে ১১০০ মেট্রিক টন অলিভ ফল উৎপাদন







    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে চলতি বছর (হিজরি সৌরসাল ১৪০৩) অলিভ ফল উৎপাদন ১১০০ মেট্রিক টনে পৌঁছেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াদি কৃষি কর্পোরেশনের কর্মকর্তাগণ এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য যে, অলিভ ও বাংলাদেশের জলপাই এর মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, তবে এ ফল দু’টি আলাদা।



    প্রতিষ্ঠানটির বাণিজ্য ও বিপণন বিভাগের প্রধান, প্রকৌশলী নিদাউল্লাহ নিয়াজি হাফিযাহুল্লাহ বাখতার নিউজ এজেন্সিকে বলেন, চলতি বছরে উৎপাদিত অলিভ ফল থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার লিটার তেল (Olive oil) এবং ৩০ টন আচার তৈরি করেছে উক্ত কোম্পানি। এছাড়া প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে কোম্পানিটি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং সুবিধা প্রসারিত করেছে।

    তিনি উক্ত কোম্পানির ৭১ কিলোমিটার দীর্ঘ সেচ খালের ভূমিকার কথা তুলে ধরেন। খালটির মাধ্যমে ৩১ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সরবরাহ হয়ে থাকে। এর মধ্যে ১১ হাজার ৪০০ হেক্টর কৃষিজমি সরাসরি কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অবশিষ্ট জমি ব্যক্তি মালিকানাধীন।

    অপরদিকে এই বছরে অলিভজাত পণ্যের গুণমানের উল্লেখযোগ্য উন্নতির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সম্প্রতি কোম্পানিটি অতিরিক্ত ৪.৫ টন অলিভ তেল ও আচার উৎপাদন করেছে, স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Afghanistan’s Olive Production Rises in Nangarhar
    https://tinyurl.com/2vxxra9n
    ​​
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কাবুলে পাসপোর্ট হোম ডেলিভারি সেবা চালু




    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পাসপোর্ট নিতে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। কাবুলে চালু হলো হোম ডেলিভারি পরিষেবা, যার ফলে কাবুলের বাসিন্দারা এখন থেকে ঘরে বসেই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। দেশটির রাষ্ট্রীয় ডাক পরিষেবা আফগান পোস্ট আনুষ্ঠানিকভাবে রাজধানী কাবুলে পাসপোর্ট হোম ডেলিভারি পরিষেবা চালু করেছে।

    এ উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মৌলবি আবদুল করিম হাসিব হাফিযাহুল্লাহ এবং আফগান পোস্টের প্রধান মৌলবি রহমতুল্লাহ মাকি হাফিযাহুল্লাহ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আফগান পোস্টের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে আফগান পোস্টের প্রধান মৌলবি রহমতুল্লাহ মাকি বলেন, ‘আমরা জনসেবা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নাগরিকদের সুবিধার্থে পরিষেবাগুলো আরও আধুনিক ও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি বাস্তবায়নে কোনো প্রযুক্তিগত বাধা নেই।’

    পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মৌলবি আবদুল করিম হাসিব নতুন এই চুক্তিকে পাসপোর্ট বিতরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইমারতে ইসলামিয়ার পাসপোর্ট অধিদপ্তর এখন প্রতিদিন ৩০,০০০ আবেদনকারীকে সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।’

    চুক্তির শর্ত অনুযায়ী, ১০০ আফগানি ফি প্রদান করলে আবেদনকারীরা তাদের পাসপোর্ট বাড়ি বা কর্মস্থলে পেতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই পরিষেবা অন্যান্য প্রদেশেও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।


    তথ্যসূত্র:
    1. Kabul Residents Can Now Receive Passports at Home
    https://tinyurl.com/5n8b52ns


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ১২৪টি নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া




      নিম্নমানের পেট্রোলিয়াম পণ্য আমদানি রোধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। বিগত মাসে আফগানিস্তানের নিমরুজ ও ফারাহ প্রদেশের কাস্টমস বা শুল্ক চেকপয়েন্ট হতে ১২৪টি নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়।

      মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আমদানিকৃত এসব চালানের মধ্যে ফারাহ শুল্ক পয়েন্ট হতে ডিজেল ভর্তি ৮৮টি ট্যাংকার ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে ৩৩টি ডিজেল ও ৩টি তরলীকৃত গ্যাস ট্যাংকার নিমরুজ শুল্ক পয়েন্ট থেকে ফেরত পাঠানো হয়।

      দেশে উচ্চমানের ও মানানসই পেট্রোলিয়াম পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে বার্তায় তুলে ধরা হয়। প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্যের গুণগত মান মূল্যায়নের জন্য ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম তদারকি সংশ্লিষ্ট বিভাগ ভূমিকা পালন করছে।


      তথ্যসূত্র:
      1. 124 tankers of substandard petroleum returned last month
      https://tinyurl.com/4yv35e6d
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        মাশা আল্লাহ বিজয়ের পতাকা পাকিস্থান হয়ে পূর্ব পাকিস্থান চলে আসবে

        Comment

        Working...
        X