Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ ।। ০৪ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৫ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ ।। ০৪ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৫ মার্চ, ২০২৫ ঈসায়ী

    সকল মসজিদে বিদ্যুৎ বিল ফ্রি করার ঘোষণা দিলেন আমিরুল মু’মিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ সদ্য জারি করা এক ফরমানের মাধ্যমে আফগানিস্তানের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করার ঘোষণা দিয়েছেন।

    ৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে জানানো হয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বলেন, ‘এই ফরমান অনুসারে, মসজিদের বিদ্যুৎ বিল এখন থেকে সম্পূর্ণ মুক্ত। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ব্যয়ের জন্য কোনো বিল দাবি করা যাবে না।’

    তিনি আরও জানান, মসজিদে দেওয়া বিদ্যুৎ যেন অন্য কোনো জায়গায় অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।

    এই পদক্ষেপটি ইসলামের সেবক হিসেবে আমির আল-মু’মিনিনের নীতির প্রতিফলন।
    তিনি মসজিদগুলোর জন্য বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্রমাণ করেছেন যে, ইসলামের সেবক হওয়া মানে দ্বীনী দায়িত্বের অংশ হিসেবে সমাজের কল্যাণে নিবেদিত থাকা।


    তথ্যসূত্র:
    1. Amir al-Mu’minin Orders Free Electricity Supply to Mosques
    https://tinyurl.com/3sntjjfw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কুশতেপা খালকে সবুজায়ন করে তুলতে আফগান কৃষকরা ১,৭০,০০০ চারা দান করেছেন


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কর্তৃক মেগা প্রকল্প কুশতেপা খাল খনন কাজের প্রথম পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এটি ইমারতে ইসলামিয়ার একটি বিশেষ উদ্যোগ, যার উদ্দেশ্য কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।

    গত ২ মার্চ এক প্রতিবেদনে জানা যায়, খালের দুই পাশে সবুজায়ন করার জন্য স্থানীয় কৃষকরা প্রায় ১,৭০,০০০ গাছের চারা প্রদান করেছেন। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে ফলদ, অ-ফলদ এবং শোভাময় গাছ সংগ্রহ করা হয়।

    সরকারি কর্মকর্তারা জানান, কৃষকদের প্রদান করা গাছের চারাগুলি জাতীয় উন্নয়ন সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।



    তথ্যসূত্র:
    1. د لوګر بزګرانو د قوشتېپې کانال د زرغونتيا لپاره ۱۷۰ زره نيالګي مرسته کړې
    https://tinyurl.com/32mshswd

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      রমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহারে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


      রমাদান উপলক্ষে আফগানিস্তানের নানগারহার প্রদেশে ৬০০ বিধবা ও এতিমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইমারতে ইসলামিয়ার শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়। বেসরকারি দাতব্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

      মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, চলতি রমাদানে অসহায় পরিবারদের সহায়তার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। সহায়তা প্যাকেজে ৮টি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

      এছাড়া, উরুজগান প্রদেশে ৪২৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে প্রায় ৪০ টন প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল আটা, রান্নার তেল, চাল, চিনি, মটর, গ্রিনটি, লবণ ও খেজুর সহ ৯৪ কেজি খাদ্য সামগ্রী।



      তথ্যসূত্র:
      1. Food Aid Delivered to 600 Widows and Orphans in Nangarhar
      https://tinyurl.com/ycx952st
      2. Around 40 Tons of Food Assistance Distributed in Uruzgan
      https://tinyurl.com/5xy6s3ms


      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানে বিগত যুদ্ধাবস্থায় বন্ধ হয়ে যাওয়া বাঘলান চিনি কারখানা পুনরায় চালু


        বিগত দশকসমূহের যুদ্ধাবস্থায় আফগানিস্তানের অসংখ্য বড় বড় কারখানা বিধ্বস্ত হয়, ফলে এগুলোর কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর এ সকল কারখানা সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করে।

        সেই ধারাবাহিকতায়, দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হল বাঘলান প্রদেশে অবস্থিত বাঘলান চিনি কারখানা। কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজিবুল্লাহ দুরান্দিশ জানান, ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রমের পর কারখানাটি চালু করা হয়েছে।

        পুনরায় চালুর পর এতে ৬০ জন ব্যক্তিকে সরাসরি নিয়োগ দেয়া হয়েছে, এছাড়া আরও ৩০০ জনকে পরোক্ষভাবে নিয়োগ দেয়া হয়েছে। কারখানাটির দৈনিক ৭০০ থেকে ৮০০ টন চিনি উৎপাদনের সক্ষমতা রয়েছে।


        তথ্যসূত্র:
        1. Baghlan Sugar Factory Resumes Operations
        https://tinyurl.com/bdhpjzk4

        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X