বেনিনে সেনা টহল দলের উপর মুজাহিদদের হামলা: হতাহত ৯


পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় ৯ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত সোমবার ৩ মার্চ, বেনিনিজ সেনাবাহিনীর একটি টহল দলকে টার্গেট করে হামলা চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশটির তানঙ্গৌ এলাকায় সেনাবাহিনীর একটি CSK-131 সাঁজোয়া যান লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দ্বারা হামলাটি চালানো হয়। এতে সাঁজোয়া যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের সময় সাঁজোয়া যানে থাকা সমস্ত সৈন্য হতাহত হয়। পরে হতাহত সেনাদের সামরিক হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বেনিনিজ সেনাবাহিনী।
এদিকে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, মুজাহিদদের এই হামলায় ৯ বেনিনিজ সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে ২ সৈন্যের অবস্থা আশংকাজনক ছিল।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/b5t4tyxw
Comment