Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ ।। ০৮ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৯ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ ।। ০৮ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৯ মার্চ, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল, এক সপ্তাহে রেলপথে ৮৫ হাজার মেট্রিক টন পণ্য পরিবহন


    ইমারতে ইসলামিয়া প্রশাসনের নেতৃত্বে আফগানিস্তানের বাণিজ্যিক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে দেশের রেলপথ ব্যবহার করে নিয়মিত পণ্য আমদানি, রপ্তানি ও ট্রানজিট কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    ৯ মার্চ দেশটির গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে রেলপথের মাধ্যমে ৮৫,৭১৮ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছে। এর মধ্যে হেরাতান বন্দর দিয়ে ৬৬,৬২৯ মেট্রিক টন, আকিনা বন্দর দিয়ে ২,৩০১ মেট্রিক টন, তোরঘুন্ডি বন্দর দিয়ে ১২,৭১২ মেট্রিক টন এবং খাওফ-হেরাত রেলপথ দিয়ে ৪,০৭৬ মেট্রিক টন পণ্য পরিবহন করা হয়েছে। এসব পণ্যের মধ্যে তেলজাতীয়, নন-অয়েল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করেছে।

    এছাড়াও, গত সপ্তাহে ট্রানজিট ও রপ্তানির আওতায় ২,৩৯০ মেট্রিক টন পণ্য রপ্তানি করা হয়েছে, যেখানে প্রধান রপ্তানি পণ্যের মধ্যে শুকনো ফল, বেদানার রস, কমলা ও আলু অন্তর্ভুক্ত ছিল।

    গণপূর্ত মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইমারতে ইসলামিয়া প্রশাসন বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণের লক্ষ্যে রেলপথের আধুনিকায়ন ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।


    তথ্যসূত্র:
    1. تېره اونۍ د اوسپنې پټلۍ له لارې څه باندې ۸۵ زره مټریک ټنه انتقالات ترسره شوي
    https://tinyurl.com/5a3pzr38
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানে পাইন বাদাম রপ্তানিতে মাইলফলক অর্জন, বিগত ১১ মাসে রপ্তানি ১১০০ টন


    পাইন বাদাম রপ্তানিতে উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বছরের (১৪০৩ হিজরি সৌরসাল) ১১ মাসে পাইন বাদাম রপ্তানির মাধ্যমে আফগানিস্তানের উপার্জন ১৪ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানিকৃত পাইন বাদামের সর্বমোট পরিমাণ প্রায় ১১০০ মেট্রিক টন।

    এ পণ্য অস্ট্রিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, তুরস্ক ও অন্যান্য দেশে রপ্তানি করা হয়েছে। এতে বিশ্ববাজারে আফগান পাইন বাদামের ক্রমবর্ধমান চাহিদা প্রতীয়মান হচ্ছে। তালিবান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম যাওয়াদ হাফিযাহুল্লাহ এক ভিডিও সাক্ষাতকারে তথ্যগুলো প্রদান করেছেন।

    বিশ্ববাজারের আফগান পাইন বাদামের অনন্য গুরুত্ব রয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। তাই এ খাতে রপ্তানি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যক্ত করছেন তারা। রপ্তানি সম্প্রসারণের সাথে সাথে এ শিল্পে নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠবে বলে তারা মতামত জানিয়েছেন।

    এছাড়া বিগত ১১ মাসে তাজা ফল রপ্তানি করে প্রায় ১৪৩.১১ মিলিয়ন ডলার উপার্জন করেছে ইমারতে ইসলামিয়া। অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও রপ্তানি খাতের এ অর্জনসমূহ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অগ্রগতিকে তুলে ধরছে।


    তথ্যসূত্র:
    1. Afghanistan Exports $14M in Pine Nuts to Global Markets
    https://tinyurl.com/mvz2ecek
    2. 1,100 Tons of Pine Nut Exported to Global Markets in 11 Months
    https://tinyurl.com/3vvjam4b
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বুরকিনায় সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: ২১ শত্রু সেনা হতাহত


      বুরকিনা ফাসোতে একটি সামরিক পোস্টে মুজাহিদদের পরিচালিত হামলায় ১১ শত্রু সেনা নিহত এবং আরও ১০ শত্রু সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

      আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৫ মার্চ বুধবার, বুরকিনা ফাসোর ইয়োন্ডি রাজ্যের কোলবেলোগু এলাকায় একটি সামরিক অপারেশন চালিয়েছেন আল-কায়েদা ইসলামি মাগরিব সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিন। উক্ত এলাকায় বুরকিনান জান্তা বাহিনী ও ভিডিপি সদস্যদের একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অতর্কিত আক্রমণটি চালান মুজাহিদিনরা।

      মুজাহিদদের এই অভিযানে দেশটির জান্তা বাহিনীর ৭ সেনা এবং ৪ ভিডিপি সদস্য নিহত হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর আরও ১০ সদস্য আহত হয়েছে। অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি মর্টার, ১টি আরপিজি, ৪টি পিকে, ৭টি ক্লাশিনকোভ, ১০টি মোটরসাইকেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ গনিমত হিসাবে জব্দ করেন।


      তথ্যসূত্র:
      ١. هجوم على نقطة عسكرية للجيش في (يوندي)
      https://tinyurl.com/478cvkyu
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানের সারেপুল প্রদেশে ৬৪টি বিদ্যালয়ের সংস্কার প্রকল্প অনুমোদন


        আফগানিস্তানের সারেপুল প্রদেশে ৬৪টি বিদ্যালয়ের সংস্কার প্রকল্প অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়। প্রদেশটির কেন্দ্রীয় ও অন্যান্য জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।

        এতে ব্যয় হবে ৫ লক্ষ ১২ হাজার ডলার। উক্ত প্রকল্পের উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত স্কুলসমূহের পুনর্বাসন ও শিক্ষার পরিবেশ উন্নত করা।

        উল্লেখ্য যে, বিগত ৩ বছরে অসংখ্য নতুন বিদ্যালয় নির্মাণ ও পুরাতন স্কুল সংস্কার করেছে ইমারতে ইসলামিয়া সরকার। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তালিবান প্রশাসন।


        তথ্যসূত্র:
        1. سرپل کې ۶۴ ښوونځي بیارغول کېږي
        https://tinyurl.com/yc82eb8m
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ইমারতে ইসলামিয়া আফগানিস্তান নারীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: জাবিহুল্লাহ মুজাহিদ


          আফগান নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তারা মা, বোন, কন্যা ও জীবনসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ইসলামি শরিয়াহ আইনের আলোকে তাদের অধিকার সুরক্ষিত রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের মর্যাদা, সম্মান এবং শরিয়াহ-ভিত্তিক অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।

          আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ, ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক বিবৃতিতে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আফগান নারীরা বর্তমানে সম্পূর্ণ শারীরিক ও মানসিক নিরাপত্তার মধ্যে রয়েছে এবং নারীদের বিরুদ্ধে সকল ধরণের সহিংসতা কার্যকরভাবে প্রতিরোধ করা হয়েছে। এখন আর কোনও ব্যক্তি নারীর অধিকার লঙ্ঘন করতে পারে না বা তাদের অবজ্ঞার চোখে দেখার সুযোগ নেই।’

          জাবিহুল্লাহ মুজাহিদ আরও জানান, ইমারতে ইসলামিয়ার বিচার বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো নারীদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা সম্মানিত আমিরুল-মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ-এর নির্দেশনায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় এবং অভিযোগ শুনানি মন্ত্রণালয় নারীদের শরিয়াহভিত্তিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

          এই উদ্যোগের মধ্যে রয়েছে নারীদের বিবাহে সম্মতির অধিকার নিশ্চিত করা, যৌতুক ও উত্তরাধিকার সংক্রান্ত শরিয়াহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং নারীদের আইনি নিরাপত্তা ও সামাজিক মর্যাদা সুরক্ষিত রাখা।

          তিনি আরও বলেন, ‘আফগান নারীদের মৌলিক অধিকার ইসলামী শরিয়াহ আইন এবং আফগান সমাজের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কাঠামোর ভিত্তিতে কঠোরভাবে সংরক্ষিত। তবে এটি বোঝা জরুরি যে, আফগান নারীদের অধিকার সম্পর্কিত আলোচনা ইসলামি ও আফগান সমাজের নির্দিষ্ট প্রেক্ষাপটের মধ্যে অবস্থিত, যা পশ্চিমা সমাজের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন। যে কোনো মূল্যায়নমূলক আলোচনায় এই পার্থক্য যথাযথভাবে বিবেচনা করা উচিত।’


          তথ্যসূত্র:
          1. Islamic Emirate is committed to women’s Sharia rights
          https://tinyurl.com/2mfx55sx
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আসাদ অনুগত সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই, নিহত বেড়ে ১৩০


            সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ভয়াবহ সহিংসতার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ৭ মার্চ, শুক্রবার রাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।

            স্থানীয় সময় ৬ মার্চ, বৃহস্পতিবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত। ওই এলাকাগুলোতে সিরিয়ার আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আসাদের ব্যাপক সমর্থন ছিল।

            আসাদের পরিবারও সিরিয়ার সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের। প্রায় অর্ধশতাব্দী ধরে এই পরিবার সিরিয়া শাসন করেছে। যদিও সিরিয়ার জনসংখ্যার মাত্র ১০ ভাগ আলাওয়ি সম্প্রদায়ভুক্ত। আসাদের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও এখনো বহু আলাওয়ি সন্ত্রাসী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।

            যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শুক্রবার জানিয়েছে যে, দুই দিনের লড়াইয়ে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী, বন্দুকধারী এবং বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে তারা।

            সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ পোশাক পরা তরুণদের মাঝেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

            এরপরই আলাওয়ি সম্প্রদায়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই হামলার ঘটনায় আসাদপন্থি অন্তত ১৬২ সন্ত্রাসীকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটি সরকার। এই তথ্য নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।

            এদিকে, আলাওয়ি সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

            সন্ত্রাসীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন- ‘আপনারা সিরিয়ান বাহিনীর ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।’

            এ অঞ্চলে দুই পক্ষের মধ্যে এর আগে কয়েকবার প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটলেও ৬ মার্চের ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।


            তথ্যসূত্র:
            1. Dozens reported killed as Syrian forces and pro-Assad fighters clash
            https://tinyurl.com/sn38e6k3
            2.Syrian security forces execute 125 civilians in battle against Assad loyalists
            https://tinyurl.com/46dyr8xr
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              উদ্যোক্তা খাতকে শক্তিশালী করতে ১৫টি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর


              আফগানিস্তানের উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। এ চুক্তির মূল্য ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

              চুক্তিতে বর্ণিত কার্যক্রমসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উদ্যোক্তা ও মৌলিক দক্ষতার বিকাশ, কার্পেট, গহনা ও হস্তশিল্পের বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাজার মূল্যায়ন, প্রয়োজনীয়ে সরঞ্জাম সরবরাহের পাশাপাশি দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সবজি প্রক্রিয়াজাতকরণে দরিদ্র পরিবারকে প্রশিক্ষণ প্রদান। এছাড়াও রয়েছে পেস্তাবাদাম প্যাকেজিং ও ব্র্যান্ডিং-এ প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান এবং ১৬টি প্রদেশে ৮টি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সোলার সিস্টেম স্থাপন ইত্যাদি।

              চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হালাল উপার্জন ও কাজে সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ। প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৃত মালিককে প্রাপ্য অধিকার প্রদান করা উচিত বলে তিনি উল্লেখ করেছেন।

              দেশীয় উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র অর্থনীতি প্রতিষ্ঠাসহ উল্লেখযোগ্য সুবিধা তৈরিতে চুক্তিটি ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কাবুল, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, বালখ, কান্দাহার, লোগার, কুন্দুজ, বাগলান, বাদাখশান, বাদঘিস, ফারিয়াব, জাওযান, তাখার ও বামিয়ান প্রদেশের প্রায় ১৮ হাজার লোক উদ্যোগসমূহ থেকে সরাসরি উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


              তথ্যসূত্র:
              1. Ministry of Industry and Commerce Strengthens Entrepreneurship with New Agreements
              https://tinyurl.com/3x5hxnc7
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X