মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের উপর আশ-শাবাবের হামলা: ১৩ সেনা হতাহত


সোমালিয়ার দক্ষিণাঞ্চলে হারাকাতুশ শাবাবের পাল্টা এক অভিযানে দানব ফোর্সের ৭ সেনা নিহত এবং ৬ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১২ মার্চ বুধবার, দক্ষিণ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে মোগাদিশু বাহিনী ও হারাকাতুশ শাবাবের মধ্যে তীব্র লড়াই সংঘটিত হয়েছে। মোগাদিশু বাহিনী রাজ্যটিতে শাবাব নিয়ন্ত্রিত লাবুগার্স এলাকা দখল করতে আাসলে এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে মার্কিন বিমান বাহিনী মোগাদিশু বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে। বিমান সহায়তায় যখন দানব ফোর্স ও মিলিশিয়ারা লাবুগার্স এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তখনি হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ইসলামি ভূমির প্রতিরক্ষায় তীব্র পাল্টা আক্রমণ চালাতে শুরু করেন।
এদিন মোগাদিশু বাহিনী এলাকাটি দখল করতে দুবার আগ্রাসন চালায়, কিন্তু প্রতিবারই মুজাহিদিনরা দৃঢ়তার সাথে শত্রু বাহিনীর যৌথ আক্রমণ প্রতিহত করেন এবং এলাকা থেকে পিছু হটতে বাধ্য করেন। আর যুদ্ধে মুজাহিদদের হাতে মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের অন্তত ৭ সেনা নিহত এবং আরও ৬ সেনা আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/33at9v2p
Comment