আফগানিস্তানে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এবং শরিয়া কার্যকর রয়েছে: আমীরুল মুমিনিন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফিযাহুল্লাহ্)

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন শায়খুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফিযাহুল্লাহ্)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের কেন্দ্রীয় ঈদগাহে দেওয়া এক খুতবায় তিনি বলেছেন, আফগানিস্তানে গণতন্ত্র হচ্ছে কাগজে মোড়ানো পাতা, শরিয়া আইন কার্যকরের মাধ্যমে যার মৃত্যু হয়েছে।”
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে গত ৩০ মার্চ রবিবার, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন দেশটির জনগণ। এদিন দেশের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা ও আমিরুল মুমিনিন শায়খুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফিযাহুল্লাহ্)। এসময় তিনি ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত মুসল্লী ও পুরো দেশবাসীর উদ্দেশ্যে ৫০ মিনিটেরও অধিক সময় ধরে বক্তব্য দেন।
এসময় তিনি খুতবায় ইসলামী শরিয়া বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, “শীঘ্রই ইসলামী শরিয়াহ্’র উপর ভিত্তি করে একটি বিস্তৃত আইন প্রণয়ন করা হবে, এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এটাও স্পষ্ট যে, আমরা পশ্চিমা দেশ থেকে অনুলিপি করে আনা কোনও আইন তৈরি করছি না, আমরা পুরানো আইনও সংস্কার করছি না, আমরা সেগুলি সংশোধনও করছি না, বরং আমরা একটি নতুন আইন তৈরি করছি যার সম্পূর্ণ উৎস হবে শরিয়া এবং শরিয়ার সকল পরিভাষার উপর ভিত্তি করে।”
এসময় তিনি শরিয়াহ্ আইন প্রণয়নের ক্ষেত্রে, মুসলিমদের আশ্বস্ত করে বলেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আফগানিস্তানে গণতন্ত্র হচ্ছে কাগজে মোড়ানো একটি পাতা, শরিয়া আইন কার্যকরের মাধ্যমে যার মৃত্যু হয়েছে। গণতন্ত্রের সমর্থকরা এখন আমাদের জনগণ এবং ইমারাতে ইসলামিয়া প্রশাসনের মধ্যে বিভাজনের বীজ বপন করার চেষ্টা করছে।”
রবিবার আমিরুল মুমিনিন তাঁর খুতবায় গাজায় ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করেও দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। এসময় তিনি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, “কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ”, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি ইসলামের প্রতি তাদের শত্রুতায় আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।”
তথ্যসূত্র:
1. د کندهار په مرکزي عیدګاه کې د نېکمرغه کوچني اختر په مناسبت د عالیقدر امیرالمؤمنین حفظهالله تعالی وینا!
– https://tinyurl.com/muknpxjp

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন শায়খুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফিযাহুল্লাহ্)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের কেন্দ্রীয় ঈদগাহে দেওয়া এক খুতবায় তিনি বলেছেন, আফগানিস্তানে গণতন্ত্র হচ্ছে কাগজে মোড়ানো পাতা, শরিয়া আইন কার্যকরের মাধ্যমে যার মৃত্যু হয়েছে।”
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে গত ৩০ মার্চ রবিবার, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন দেশটির জনগণ। এদিন দেশের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা ও আমিরুল মুমিনিন শায়খুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফিযাহুল্লাহ্)। এসময় তিনি ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত মুসল্লী ও পুরো দেশবাসীর উদ্দেশ্যে ৫০ মিনিটেরও অধিক সময় ধরে বক্তব্য দেন।
এসময় তিনি খুতবায় ইসলামী শরিয়া বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, “শীঘ্রই ইসলামী শরিয়াহ্’র উপর ভিত্তি করে একটি বিস্তৃত আইন প্রণয়ন করা হবে, এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এটাও স্পষ্ট যে, আমরা পশ্চিমা দেশ থেকে অনুলিপি করে আনা কোনও আইন তৈরি করছি না, আমরা পুরানো আইনও সংস্কার করছি না, আমরা সেগুলি সংশোধনও করছি না, বরং আমরা একটি নতুন আইন তৈরি করছি যার সম্পূর্ণ উৎস হবে শরিয়া এবং শরিয়ার সকল পরিভাষার উপর ভিত্তি করে।”
এসময় তিনি শরিয়াহ্ আইন প্রণয়নের ক্ষেত্রে, মুসলিমদের আশ্বস্ত করে বলেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আফগানিস্তানে গণতন্ত্র হচ্ছে কাগজে মোড়ানো একটি পাতা, শরিয়া আইন কার্যকরের মাধ্যমে যার মৃত্যু হয়েছে। গণতন্ত্রের সমর্থকরা এখন আমাদের জনগণ এবং ইমারাতে ইসলামিয়া প্রশাসনের মধ্যে বিভাজনের বীজ বপন করার চেষ্টা করছে।”
রবিবার আমিরুল মুমিনিন তাঁর খুতবায় গাজায় ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করেও দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। এসময় তিনি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, “কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ”, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি ইসলামের প্রতি তাদের শত্রুতায় আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।”
তথ্যসূত্র:
1. د کندهار په مرکزي عیدګاه کې د نېکمرغه کوچني اختر په مناسبت د عالیقدر امیرالمؤمنین حفظهالله تعالی وینا!
– https://tinyurl.com/muknpxjp
Comment