
মোগাদিশু প্রশাসনের অন্যতম প্রধান কমান্ডার কর্নেল নুর ফারেকে সেনা সমাবেশে বক্তৃতা দেওয়া সময় গুলি করে হত্যা করা হয়েছে।
সোমালিয়ায় প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিন ও পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইয়ে আশ-শাবাবের বিরুদ্ধে মোগাদিশু বাহিনীকে উত্তেজিত করতে শনিবার ৫ মার্চ একটি সেনা সমাবেশের আয়োজন করা হয়। এসময় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা দেন মোগাদিশু প্রশাসনের একজন অন্যতম সামরিক কমান্ডার কর্নেল নূর মোহাম্মদ গ্যাবো, যে “নূর ফারে” নামেও পরিচিত।
আশ-শাবাব মুজাহিদদের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতিরত সৈন্যদের উদ্দেশ্যে যখন “নূর ফারে” ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই সমাবেশে উপস্থিত সামরিক ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারী সৈনিক গ্যাবোকে লক্ষ্য করে গুলি করেন। এতে বক্তৃতা চলাকালেই গ্যাবো সহ অন্য এক সেনা অফিসার নিহত হয়। যে সৈনিক এই আক্রমণ চালিয়েছিলেন পরবর্তীতে সেও সংঘর্ষে নিহত হয়। জানা যায়, মোগাদিশু থেকে ২০ কিলোমিটার দূরের কৌশলগত আফগুয়ে এলাকায় কাছে ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হামলাকারী মোগাদিশু সরকারি বাহিনীর সদস্য ছিলেন নাকি ইউনিফর্ম পরে শাবাবের হয়ে তিনি সামরিক বাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। এমন দৃশ্য ইতিপূর্বে আফগান যুদ্ধেও বেশ দেখা গিয়েছে। এই ধরনের হামলা মোগাদিশু প্রশাসন বাহিনীর প্রেরণার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ymbs77af
শাবাবের বিরুদ্ধে সেনা সমাবেশে বক্তৃতা: মঞ্চেই গুলির আঘাতে মোগাদিশু প্রশাসনের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

মোগাদিশু প্রশাসনের অন্যতম প্রধান কমান্ডার কর্নেল নুর ফারেকে সেনা সমাবেশে বক্তৃতা দেওয়া সময় গুলি করে হত্যা করা হয়েছে।
সোমালিয়ায় প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিন ও পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইয়ে আশ-শাবাবের বিরুদ্ধে মোগাদিশু বাহিনীকে উত্তেজিত করতে শনিবার ৫ মার্চ একটি সেনা সমাবেশের আয়োজন করা হয়। এসময় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা দেন মোগাদিশু প্রশাসনের একজন অন্যতম সামরিক কমান্ডার কর্নেল নূর মোহাম্মদ গ্যাবো, যে “নূর ফারে” নামেও পরিচিত।
আশ-শাবাব মুজাহিদদের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতিরত সৈন্যদের উদ্দেশ্যে যখন “নূর ফারে” ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই সমাবেশে উপস্থিত সামরিক ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারী সৈনিক গ্যাবোকে লক্ষ্য করে গুলি করেন। এতে বক্তৃতা চলাকালেই গ্যাবো সহ অন্য এক সেনা অফিসার নিহত হয়। যে সৈনিক এই আক্রমণ চালিয়েছিলেন পরবর্তীতে সেও সংঘর্ষে নিহত হয়। জানা যায়, মোগাদিশু থেকে ২০ কিলোমিটার দূরের কৌশলগত আফগুয়ে এলাকায় কাছে ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হামলাকারী মোগাদিশু সরকারি বাহিনীর সদস্য ছিলেন নাকি ইউনিফর্ম পরে শাবাবের হয়ে তিনি সামরিক বাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। এমন দৃশ্য ইতিপূর্বে আফগান যুদ্ধেও বেশ দেখা গিয়েছে। এই ধরনের হামলা মোগাদিশু প্রশাসন বাহিনীর প্রেরণার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ymbs77af
Comment