পাকিস্তানে সামরিক ঘাঁটিতে মুজাহিদদের আক্রমণ: অন্তত ১০ শত্রু সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি সামরিক ঘাঁটিতে টিটিপির অতর্কিত এক আক্রমণে অন্তত ১০ শত্রু সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ৬ এপ্রিল রবিবার রাতে, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপির অবস্থানে হামলার উদ্দেশ্যে বের হয় পাকিস্তান সেনাবাহিনী। এসময় টিটিপির মুজাহিদিনরা শত্রু সেনাবাহিনীর এই আক্রমণ বীরত্বের সাথে প্রতিহত করেন। এসময় পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যরা আঙ্গোর আড্ডার সুরখোরা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নেয়। তখন মুজাহিদিনরা পাল্টা আক্রমণ হিসাবে উক্ত সামরিক ঘাঁটিটিকেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বানান এবং সাময়িক সময়ের জন্য ঘাঁটির নিয়ন্ত্রণ নেন।
সামরিক ঘাঁটিতে টিটিপির মুজাহিদদের পাল্টা এই আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক তথ্যমতে, মুজাহিদদের এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ১০ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। পাশাপাশি মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ১২টি রকেট লঞ্চার, ১টি ভারী মেশিনগান সহ প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র এবং গোলাবারুদ গনিমত লাভ করেছেন।
তথ্যসূত্র:
١. جنوبي وزيرستان کې د پاکستاني پوځ پر مرکز د پاکستاني طالبانو خونړی برید؛ لس پوځيان هلاک شوي دي
– https://tinyurl.com/4xd3w9jj
Comment