আফগানিস্তানের কাবুলে ৩২ টনের অধিক মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য নির্মূল

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে প্রদেশটির খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৩২ মেট্রিক টনের অধিক মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য জব্দ ও নির্মূল করা হয়েছে।
ধ্বংসকৃত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দুগ্ধজাত পণ্য, টিনজাত পণ্য, নাস্তা, মেয়াদোত্তীর্ণ দুধ, ক্রিম, বিস্কুট, রান্নার তেল, পনির, ছোলা, মসুর ডাল, মাশরুম, টমেটো পেস্ট, চিপস, বিভিন্ন প্রকার কোমল পানীয়, ডিটারজেন্ট ইত্যাদি।
কাবুল খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান রহিমুল্লাহ আলোকোজাই হাফিযাহুল্লাহ তথ্যসমূহ প্রদান করেন। বাজারগুলো কঠোর নজরদারি করা হচ্ছে বলে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। তিনি জানান, ভেজাল পণ্য বিক্রেতাদের জনস্বাস্থ্য আইনের অধীনে বিচারের মুখোমুখি করা হবে।
উক্ত বাজার অভিযানসমূহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তালিবান সরকারের গৃহীত উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Kabul Cracks Down on Expired Food, Hygiene Items
– https://tinyurl.com/3hbvm46x
Comment