ইসলামের সাথে আপোষ করে কোনও আন্তর্জাতিক দাবি মেনে নেবে না ইমারতে ইসলামিয়া: আমীরুল মু’মিনীন

কিসাসের বিধান বাস্তবায়ন মানে মানবাধিকার লঙ্ঘন নয়, বরং এটি ইসলামী আইনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলামের সাথে আপোষ করে কোনও আন্তর্জাতিক দাবি মেনে নেবে না ইমারতে ইসলামিয়া।
গত ১২ এপ্রিল কান্দাহার প্রদেশে হজ্ব প্রশিক্ষকদের জন্য আয়োজিত এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় এ কথাগুলো বলেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
কিসাস প্রয়োগে আন্তর্জাতিক সমালোচনার জবাবে তিনি বলেন, ইমারতে ইসলামিয়া ক্ষমতা বা সম্পদের জন্য যুদ্ধ করে নি। মহান আল্লাহর আইন বাস্তবায়নের জন্যই আমরা দুই দশকের জিহাদে উপনীত হয়েছিলাম।
আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামী নীতির পরিবর্তে তাদের পছন্দমাফিক বিধান আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তারা মুসলিমদের বিশ্বাস নিয়ে খেলা করছে।
আমীরুল মু’মিনীন বলেন, ইমারতে ইসলামিয়া বর্তমানে একটি বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দ্বীন ইসলাম ও নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ বাস্তবায়নের ব্যাপারে কোনও প্রকার ছাড় দেবো না। আমরা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবো না।
তিনি সকলকে নসিহত করে বলেন, আমাদেরকে অবশ্যই শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সালাত ও অন্যান্য ইবাদত আদায় করতে হবে। অবশ্যই দ্বীন ইসলামে আমাদেরকে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইসলাম কেবল কয়েকটি আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মহান আল্লাহর মনোনীত সামগ্রিক জীবন-ব্যবস্থা।
বক্তব্যে তিনি হজ্বগামীদের প্রয়োজন পূরণ ও হজ্ব সংক্রান্ত প্রক্রিয়া কার্যকরভাবে সম্পাদন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. IEA will not accede to any illegitimate international demands in exchange of concessions
– https://tinyurl.com/u66zhv28
2. IEA Supreme Leader defends public executions, says its as ‘part of Islam’
– https://tinyurl.com/4scyw2fd

কিসাসের বিধান বাস্তবায়ন মানে মানবাধিকার লঙ্ঘন নয়, বরং এটি ইসলামী আইনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলামের সাথে আপোষ করে কোনও আন্তর্জাতিক দাবি মেনে নেবে না ইমারতে ইসলামিয়া।
গত ১২ এপ্রিল কান্দাহার প্রদেশে হজ্ব প্রশিক্ষকদের জন্য আয়োজিত এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় এ কথাগুলো বলেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
কিসাস প্রয়োগে আন্তর্জাতিক সমালোচনার জবাবে তিনি বলেন, ইমারতে ইসলামিয়া ক্ষমতা বা সম্পদের জন্য যুদ্ধ করে নি। মহান আল্লাহর আইন বাস্তবায়নের জন্যই আমরা দুই দশকের জিহাদে উপনীত হয়েছিলাম।
আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামী নীতির পরিবর্তে তাদের পছন্দমাফিক বিধান আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তারা মুসলিমদের বিশ্বাস নিয়ে খেলা করছে।
আমীরুল মু’মিনীন বলেন, ইমারতে ইসলামিয়া বর্তমানে একটি বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দ্বীন ইসলাম ও নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ বাস্তবায়নের ব্যাপারে কোনও প্রকার ছাড় দেবো না। আমরা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবো না।
তিনি সকলকে নসিহত করে বলেন, আমাদেরকে অবশ্যই শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সালাত ও অন্যান্য ইবাদত আদায় করতে হবে। অবশ্যই দ্বীন ইসলামে আমাদেরকে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইসলাম কেবল কয়েকটি আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মহান আল্লাহর মনোনীত সামগ্রিক জীবন-ব্যবস্থা।
বক্তব্যে তিনি হজ্বগামীদের প্রয়োজন পূরণ ও হজ্ব সংক্রান্ত প্রক্রিয়া কার্যকরভাবে সম্পাদন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. IEA will not accede to any illegitimate international demands in exchange of concessions
– https://tinyurl.com/u66zhv28
2. IEA Supreme Leader defends public executions, says its as ‘part of Islam’
– https://tinyurl.com/4scyw2fd
Comment