আফগানিস্তানের বাগলান জেলায় নতুন একটি জিপসাম খনি আহরণ কার্যক্রম উদ্বোধন

আফগানিস্তানের উত্তর বাগলান প্রদেশের বাগলান জেলায় ২ হাজার মেট্রিক টন জিপসাম খনি উত্তোলনের কাজ শুরু হয়েছে। উক্ত অঞ্চলে খনিজ সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এটি নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তালিবান সরকারের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগের প্রাদেশিক প্রধান মৌলভী ইবাদুল্লাহ মুয়াজ হাফিযাহুল্লাহ জানান, প্রকল্পটি প্রায় ৫ লক্ষ আফগানি ব্যয়ে একটি দেশীয় কোম্পানির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
আফগানিস্তানের অন্যতম খনিজ সমৃদ্ধ প্রদেশ হিসেবে পরিচিত বাগলান। এখানে ৫টি সক্রিয় জিপসান খনি বিদ্যমান রয়েছে। এগুলোতে উন্নত মানের জিপসাম আহরিত হয়, যা নির্মাণ ও শিল্প খাতে ব্যবহৃত হয়ে থাকে। উক্ত সাইটটি বাগলান জেলার খনিজ সমৃদ্ধ অঞ্চল দারা-ঈ-আসফার নামে পরিচিত।
জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে স্বচ্ছ ও আইনি প্রক্রিয়ায় খনিজ সম্পদ উত্তোলনের উপর জোর দিতে বলেন মুয়াজ হাফিযাহুল্লাহ। তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বাগলান খনি খাতে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানান।
উল্লেখ্য যে, আফগানিস্তানে খনিজ আহরণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি বেগবান হবার অত্যন্ত সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Gypsum Mining Operations Begin in Baghlan Province
– https://tinyurl.com/5efdy89j
Comment