বন্দী হস্তান্তর প্রক্রিয়ায় ইরানে ১৯৯ জন আফগান বন্দীকে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর

গত ১৭ এপ্রিল ১৯৯ জন আফগান কারাবন্দীকে আনুষ্ঠানিকভাবে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর করেছে ইরান। আফগানিস্তানের নিমরুজ প্রদেশের সীমান্ত ক্রসিং দিয়ে তাদেরকে স্বদেশে পাঠানো হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন অপরাধে ইরানে তাদেরকে আটক করা হয়েছিল।
আফগান-ইরান একটি সমঝোতা চুক্তির আওতায় মোট ৪৮৪ জন আফগান বন্দীকে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ইরানের কারাগার কর্তৃপক্ষ। এর আগে বিগত মাসে ২১১ জন বন্দীকে ইমারতে ইসলামিয়ার হস্তান্তর করেছিল ইরান কর্তৃপক্ষ।
এ সকল বন্দীদের তাদের নিজ নিজ প্রদেশে স্থানান্তর করা হবে, সেখানেই তাদের সুনির্দিষ্ট শাস্তি অনুযায়ী সাজা অব্যাহত রাখবে তালিবান প্রশাসন। কৃতজ্ঞতা হিসেবে দুই জন ইরানি বন্দীকেও স্বদেশে ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার।
উক্ত পদক্ষেপ উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে। এটিকে উভয় দেশের মধ্যে সমঝোতা ও মানবিক সমস্যা মোকাবেলার ক্ষেত্রে চলমান আলোচনার প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.Iran Transfers 199 Afghan Prisoners to Islamic Emirate
– https://tinyurl.com/52a9yw2h
Comment