পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে টিআরএফ, সাইবার ষড়যন্ত্রের অভিযোগ

পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে কাশ্মীরের প্রতিরোধ গোষ্ঠী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। গত ২৬ এপ্রিল নিজেদের ওয়েবসাইটে এই দ্বায় অস্বীকার করে একটি বিবৃতি দেয় সংগঠনটি।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট পরিষ্কারভাবে জানাচ্ছে যে, পেহেলগাম ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এই কাজের জন্য টিআরএফ-এর উপর দায় আরোপ করা মিথ্যা, অবিবেচক এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য সাজানো একটি প্রচারণার অংশ।’
বিবৃতিতে আরও বলা হয়, পহেলগাম হামলার পর টিআরএফ-এর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একটি অননুমোদিত বার্তা প্রকাশ করা হয়েছিল, যেখানে হামলার দায় স্বীকার করা হয়। তবে অভ্যন্তরীণ তদন্তের পর জানা গেছে, এটি একটি সমন্বিত সাইবার অনুপ্রবেশের ফল।
বিবৃতিতে বলা হয়, ‘একটি অভ্যন্তরীণ তদন্তের পর আমরা বিশ্বাস করার যথেষ্ট কারণ পেয়েছি যে, এটি একটি সমন্বিত সাইবার আক্রমণের ফলাফল। আমরা এই নিরাপত্তা ভঙ্গের উৎস খুঁজে বের করতে পূর্ণ তদন্ত পরিচালনা করছি, এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা ভারতীয় সাইবার গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত পেয়েছি।’
তথ্যসূত্র:
1. TRF Denies Involvement in Deadly Pahalgam Attack
– https://tinyurl.com/3rn4x74t
Comment