আফগানিস্তানের খোস্ত প্রদেশের পুলিশ বিভাগ এক বছরে ৯৭০টি সামরিক যান মেরামত করেছে

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে খোস্ত প্রদেশের পুলিশ সদর দপ্তরের কারিগরি বিভাগ। গত এক বছরে উক্ত বিভাগের তত্ত্বাবধানে মোট ৯৭০টি সামরিক যানবাহন মেরামত করা হয়েছে। মেরামতকৃত যানবাহনগুলো ইতোমধ্যে প্রাদেশিক সরকারের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।
২৯ এপ্রিল ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক সরকারের মুখপাত্র মুস্তাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের দক্ষ কারিগরি দলগুলো মেরামতের মাধ্যমে এসব সামরিক যানবাহনকে পুনরায় সচল করে তুলেছেন। পাশাপাশি, তারা ২৯ প্রকারের অকেজো অস্ত্র মেরামত করেছেন, যা বর্তমানে পুনরায় ব্যবহারের উপযোগী।’
তিনি আরও জানান, বর্তমানে আরও কিছু সামরিক যানবাহনের নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। এই ধরনের উদ্যোগ কেবল যানবাহন ব্যবস্থাপনায় অগ্রগতি নয়, বরং প্রাদেশিক নিরাপত্তা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য যে, বিগত চার বছরে আফগান কারিগরি দলসমূহ বিপুল সংখ্যক সামরিক যানবাহন ও অস্ত্র মেরামতের মাধ্যমে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলেছে।
তথ্যসূত্র:
1. تېر کال په خوست کې نږدې ۱۰۰۰ عرادې نظامي وسایط ترمیم شوي
– https://tinyurl.com/4z3u9dun

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে খোস্ত প্রদেশের পুলিশ সদর দপ্তরের কারিগরি বিভাগ। গত এক বছরে উক্ত বিভাগের তত্ত্বাবধানে মোট ৯৭০টি সামরিক যানবাহন মেরামত করা হয়েছে। মেরামতকৃত যানবাহনগুলো ইতোমধ্যে প্রাদেশিক সরকারের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।
২৯ এপ্রিল ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক সরকারের মুখপাত্র মুস্তাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের দক্ষ কারিগরি দলগুলো মেরামতের মাধ্যমে এসব সামরিক যানবাহনকে পুনরায় সচল করে তুলেছেন। পাশাপাশি, তারা ২৯ প্রকারের অকেজো অস্ত্র মেরামত করেছেন, যা বর্তমানে পুনরায় ব্যবহারের উপযোগী।’
তিনি আরও জানান, বর্তমানে আরও কিছু সামরিক যানবাহনের নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। এই ধরনের উদ্যোগ কেবল যানবাহন ব্যবস্থাপনায় অগ্রগতি নয়, বরং প্রাদেশিক নিরাপত্তা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য যে, বিগত চার বছরে আফগান কারিগরি দলসমূহ বিপুল সংখ্যক সামরিক যানবাহন ও অস্ত্র মেরামতের মাধ্যমে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলেছে।
তথ্যসূত্র:
1. تېر کال په خوست کې نږدې ۱۰۰۰ عرادې نظامي وسایط ترمیم شوي
– https://tinyurl.com/4z3u9dun
Comment