শরিয়াহ’র আলোকে দায়িত্ব পালনের মধ্যে কোনও পরাজয় নেই: কর্মকর্তাদের উদ্দেশ্যে আমীরুল মু’মিনীন

গত ২ মে দিনব্যাপী এক শিক্ষামূলক সেমিনারে কাবুল প্রদেশের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।
কর্মকর্তাদের প্রতি তিনি বলেন, যখন আপনি আনুগত্য ও শরিয়াহ’র আলোকে দায়িত্ব পালন করবেন, তখন মহান আল্লাহ সর্বদা আপনাকে সাহায্য করবেন, এই অবস্থায় আপনি কখনও পরাজিত হবেন না।
আখুন্দযাদা হাফিযাহুল্লাহ আরও বলেন, আল্লাহর পথে চলতে গিয়ে কোনও প্রকার কষ্টকে ভয় করবেন না। কারও উপর শরিয়াহ’র বিধান প্রয়োগে ব্যতিক্রম করবেন না, কেননা শরিয়াহ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলা’র সন্তুষ্টি। গর্ব-অহংকার, স্বার্থপরতা, বিভেদ ও পরস্পরের প্রতি অবিশ্বাস পরিহার করুন। কাজে অবহেলা করবেন না, কারণ অবহেলা কোনও গ্রহণযোগ্য অজুহাত নয়।
এছাড়া তিনি বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকতে কর্মকর্তাদের উপদেশ দেন। শত্রুর মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হতে সচেতন থাকতে বলেন। ২০ বছর জিহাদের পর অর্জিত স্বাধীনতা রক্ষা করতে শত্রুর অপপ্রচার প্রতিহত করা আবশ্যক বলে মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, আলেম ও দ্বীনদার ব্যক্তিদেরকে শত শত বছর ধরে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হয়েছে। বিশ্ব ব্যবস্থা তাদেরকে কোণঠাসা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে ইসলামি ব্যবস্থা, জিহাদ, শরিয়াহ ও আল্লাহর আইন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল। কিন্তু মহান আল্লাহর অনুগ্রহে আফগান রাজনীতি এখন আলেম ও সৎ লোকদের হাতে এসেছে। মহান আল্লাহ এখন আমাদের পরীক্ষা করছেন। তাই আমাদের অবশ্যই অত্যন্ত সতর্ক থেকে বিষয়গুলো মোকাবেলা করতে হবে।
আমীরুল মু’মিনীন জনগণের সেবা করতে ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে কর্মকর্তাদের নসিহত করেন। তিনি বলেন, অতীতে জনগণ আপনাদেরকে সমর্থন যুগিয়েছেন, আপনাদের পক্ষে থেকে ত্যাগ স্বীকার করেছেন। আর এখন তারা আপনাদের দিকে তাকিয়ে আছেন।তাই আপনাদের এখন সময় এসেছে জনগণকে সেবা করার। তাদের প্রতি সদয় হোন, তাদেরকে সম্মান করুন এবং তাদের মধ্যে ন্যায়বিচারের সাথে শাসন করুন।
এছাড়া বক্তব্যে তিনি নিপীড়িতদের প্রতি দয়াশীল হতে এবং অত্যাচারীদের ব্যাপারে দৃঢ় থাকতে কর্মকর্তাদের আদেশ দেন।
তথ্যসূত্র:
1. IEA’s supreme leader to officials: No defeat if duties align with Sharia
– https://tinyurl.com/4npkcm3e
Comment