বিশ্বে সহযোগিতার কেন্দ্রবিন্দু হতে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া: মুত্তাকি হাফিযাহুল্লাহ

বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে আপোষ ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হতে কাজ করছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, অথচ ইতোপূর্বে আফগানিস্তান ছিল বৈশ্বিক শক্তিসমূহের বিরোধের ভূমি। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে কথাগুলো তুলে ধরেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে অস্থির অবস্থা অতিক্রম করেছে আফগানিস্তান, কিন্তু বর্তমানে নতুন একটি রাজনৈতিক জীবনে পদার্পণ করেছে এই দেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান এখন যোগাযোগ, বাণিজ্য ও এনার্জি ট্রানজিটের কেন্দ্র হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম।
পানি বণ্টন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, হেলমান্দ পানি চুক্তির আওতায় ইরানকে সুনির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ করতে ইমারতে ইসলামিয়া দায়বদ্ধ রয়েছে। এছাড়া উক্ত পানি বণ্টন চুক্তি মেনে চলাকে তিনি ধর্মীয় কর্তব্য হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, তালিবান শাসনামলে ৪ বছরের কম সময়ের মধ্যেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আইএস ও অন্যান্য সন্ত্রাসী তৎপরতার হুমকি নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই সরকার।
তিনি জানান, একটি ভারসাম্যপূর্ণ ও অর্থনীতিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ইমারতে ইসলামিয়া সরকার। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী ও অন্যান্য দেশসমূহের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
আফগান জাতির ক্রান্তিলগ্নে শরণার্থীদের আশ্রয় দেয়ার প্রসঙ্গ তুলে ধরে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালিবান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ইরানের সাথে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নের পথে সুবিধা ও বাঁধাসমূহ নিয়ে তিনি আলোকপাত করেছেন।
তথ্যসূত্র:
1. IEA working to transform Afghanistan from conflict zone into hub of cooperation: Muttaqi
– https://tinyurl.com/na2hd9v4
Comment