শোনা যাচ্ছে বিজয়ের পদধ্বনি?
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আলহামদুলিল্লাহ ।সকল প্রসংশা আল্লাহ তায়ালার জন্য।যিনি একমাত্র বিধানদাতা।এবং দুরূদ ও সালাম তাঁর রাসূল মুহাম্মাদ (সাঃ)এর উপর।
আল্লাহ পাকের ইরশাদ-
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴾١٣٩﴿
''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
বর্তমান এই নাজুক পরিস্থিতিতে আমারা অনেকেই হতাশায় ভুগছি।পাঁচ-ই মে কালো রাতের বর্বর গনহত্যা,ভোলায় নবী প্রেমী মুসলিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা,২৬ শে মার্চ মোদি বিরোধি আন্দলনকারী তাওহীদি জনতার উপর হামলা করে ২০ জন ভাইকে শহীদ করে দেওয়া,এর পর দেশের বরেণ্য আলেমদের ইজ্জত হরণের চেষ্টা, লক ডাউনের নামে ক্রাকডাউন দিয়ে উলামায়ে কেরামকে গ্রেফতার এবং রিমান্ডের নামে পাশবিক নির্যাতন ।চোখের সামনে এত কিছু দেখে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তাইনা?মনে হচ্ছে মুসলিমরা হয়ত আর কোন দিন মাথা উচু করে দাড়াতে পারবেনা? সারাজীবন মনে হয় এই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে? ভারতের হিন্দুত্ববাদী মুশরিকরা মনে হয় রাম রাজত্ব কায়েম করেই ছাড়বে? আমাদেরকে হয়ত মুশরিকদের হাতে মরতে হবে নয়ত বঙ্গোপসাগরে ঝাপ দিয়ে আত্মহুতি দিতে হবে? ইত্যাদি অনেক দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে রেখেছে।আমরা কেমন যেন পরাজিত সৈনিকের মতো দুই হাত উচু করে দাঁড়িয়ে আছি।এক অজানা পরাজিত মানষিকতা আমাদেরকে চেপে ধরেছে।
প্রিয় ভাই! হতাশ হবেন না। আমরা যদি ইসলামের শুরুর দিকে একটু লক্ষ করি তাহলে দেখতে পাই এই নাজুক পরিস্থিতির প্রতিচ্ছবি,আমরা দেখতে পাই রাসূল (সাঃ)ও সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর মক্কার মুশরিকদের নির্মম অত্যাচার।আমরা দেখতে পাই রাসূল (সাঃ)এর বন্ধি জীবন। আমাদের সামনে ভেসে ওঠে বেলাল (রাঃ)এর উপর নির্মম নির্যাতনের দৃশ্য।এত কিছুর পরেও কিন্তু মক্কার মুশরিকরা বিজয় অর্জন করতে পারেনি।চুরান্ত বিজয় মুসলিমদেরই হয়েছে।কারন, আল্লাহ তায়ালা বিজয়ের ওয়াদা করেছেন মুমিনদের সাথে।কাফের মুশরিকদেরকে আল্লাহ তায়ালা বিজয়ের ওয়াদা করেননি।আল্লাহ তায়ালা মুমিনদেরকে বিজয়ের ওয়াদা করে বলেন--
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴾١٣٩﴿
''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
সুতরাং হে প্রিয় ভাই!পরাজিত মানষিকতা থেকে বেরিয়ে আসুন,বিজয়ের মানষিকতা লালন করুন।উজ্জিবিত হয়ে উঠুন তাওহীদের চেতনায়।প্রস্তুত হোন, আল্লাহর জমিনে ঘোষনা দিয়ে শিরকের এই আয়োজনকে গুড়িয়ে দেওয়ার জন্য।উর্দুতে একটি কথা আছে-ইসলাম জিন্দা হোতা হে ,হার কারবালাকে বাদ। সুতরাং,মনে রাখবেন পরিস্থিতি যতই প্রতিকূল হোকনা কেন বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ।আমরা এ বিজয়ের প্রতিচ্ছবি দেখতে পাই বদরের প্রান্তরে,হুনাইনের ময়দানে।''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
পরিশেষে মুমিনদের প্রতি আল্লাহ তায়ালার ওয়াদা স্মরন করিয়ে দিতে চাই
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴾١٣٩﴿
''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।''আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।''
আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।
আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।
Comment