Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১১ যিলহজ্ব, ১৪৪৬ হিজরী || ০৮ জুন, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১১ যিলহজ্ব, ১৪৪৬ হিজরী || ০৮ জুন, ২০২৫ ঈসায়ী​​

    বুরকিনা ফাসো | জেএনআইএম’এর নিয়ন্ত্রণে প্রাদেশিক রাজধানীর নিকটতম কুম্ব্রি শহর ও সামরিক ঘাঁটি: নিহত ৬৫ শত্রু সেনা



    পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। গত সপ্তাহে বুরকিনা ফাসো’র ইয়াতেঙ্গা প্রদেশের প্রাদেশিক রাজধানীর নিকটতম কুম্ব্রি শহরে মুজাহিদদের এক অভিযানে জান্তা বাহিনীর অন্তত ৬৫ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১লা জুন রবিবার, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় ইয়াতেঙ্গা প্রদেশের কুম্ব্রি শহরে অবস্থিত জান্তা বাহিনীর সামরিক ঘাঁটিতে সশস্ত্র যোদ্ধারা একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এদিন সকাল ৬টার দিকে ‘জেএনআইএম’ এর সাথে যুক্ত মাসিনা ব্রিগেডের প্রায় ১৫০ মুজাহিদ বিভিন্ন দিক থেকে জান্তা বাহিনীর সামরিক ঘাঁটিটিতে একযোগে আক্রমণ চালান। এসময় বুরকিনান জান্তা ভারী প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করেও ব্যর্থ হয়, কেননা ‘জেএনআইএম’ ড্রোনের সাহায্যে জান্তার অবস্থানগুলো চিহ্নিত করছিল এবং মাঠে থাকা মুজাহিদদের সে অনুযায়ী দিকনির্দেশনা দিচ্ছিল। ফলে খুব সহজেই মুজাহিদদের বন্দুক থেকে বের হওয়া বুলেটের সাথে সাক্ষাৎ হয় জান্তা সদস্যদের।

    ফলশ্রুতিতে জান্তা বাহিনীর একাধিক সিনিয়র সামরিক অফিসার সহ অন্তত ৬৫ সেনা সদস্য নিহত এবং আরও কয়েক ডজন সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা জীবন বাঁচাতে কুম্ব্রি সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।

    কুম্ব্রি শহরটি বুরকিনা ফাসোর ইয়াতেঙ্গা প্রদেশের প্রাদেশিক রাজধানী ওয়াহিগৌয়া থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। মুজাহিদের হামলার শিকার এই শহর ও সামরিক ঘাঁটিটি রাজধানী ওয়াগাডুগুর দিকে যাওয়া পথে জান্তা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাধ এবং ওয়াহিগৌয়া ও ওয়াগাডুগুর মধ্যকার কৌশলগত অবস্থান। কিন্তু ‘জেএনআইএম’এর ১লা জুনের অভিযানের পর জান্তা বাহিনী সামরিক ঘাঁটি ও কুম্ব্রি শহর ছেড়ে পালিয়ে যায়। এসময় জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যাক্তিত্ব ও মুজাহিদদের হামলার শিকার ঘাঁটির প্রধান কমান্ডার ক্যাপ্টেন জোন্ডো জুলিয়েনও নিহত হয়। একই সাথে ‘জেএনআইএম’ মুজাহিদিনরা জান্তা বাহিনীর ১১ সদস্যকে বন্দী করে নিয়ে যান। মুজাহিদিনরা ধ্বংস ও পুড়িয়ে দেন ২টি সাঁজোয়া যান সহ শত্রু বাহিনীর ৬টি সামরিক যান।

    আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ‘জেএনআইএম’ নিশ্চিত করেছে যে, কুম্ব্রি সামরিক ঘাঁটিতে মুজাহিদদের অভিযানে জান্তা বাহিনীর ডজন ডজন সৈন্য নিহত হয়েছে। সেই সাথে মুজাহিদিনরা শত্রু ঘাঁটি থেকে বহু অস্ত্র শস্ত্র গনিমত পেয়েছেন, যার মধ্যে রয়েছে ১টি সামরিক যান, ১টি ১৪.৫ ক্যালিবার অস্ত্র, ১টি এসপিজি আর্টিলারি বন্দুক, ১টি মর্টার, ৪টি ডিএসএইচকে, ৬টি আরপিজি, ১৪টি পিকে, ৪৭টি ক্লাশিনকোভ, ১৬৮টি ম্যাগাজিন, গোলাবারুদ ভর্তি ৩৮টি বাক্স, কয়েক হাজার রাউন্ড বুলেট, ৭টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/nhe4ye4n
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পাকিস্তানে সামরিক কনভয়ে ‘আইএমপি’ মুজাহিদদের হামলা: হতাহত ১৪ শত্রু সেনা


    পাকিস্তানের খাইবার এজেন্সিতে শত্রু সামরিক কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এই হামলার ঘটনায় শত্রু বাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং আরও ১২ সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

    এই হামলার তথ্য নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)। গত এপ্রিল মাসে গঠিত নতুন এই দলের মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) এর শেয়ার করা বিজ্ঞপ্তি বলা হয় যে, মুজাহিদিনরা গত ৭ জুন শনিবার রাতে পাকিস্তান সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করছেন। সেনাবাহিনীর কনভয়টি যখন খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার প্যাক বাংলা এলাকা অতিক্রম করতে শুরু করে তখন মুজাহিদিনরা অতর্কিত আক্রমণটি চালান।

    ইত্তেহাদু-মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনরা অতর্কিত এই অভিযানে অত্যাচারী পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে লেজার বন্দুক সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেন। ফলশ্রুতিতে মুজাহিদদের এই আক্রমণে ঘটনাস্থলেই শত্রু বাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং আরও ১২ সদস্য গুরুতর আহত হয়। সেই সাথে সামরিক বাহিনীর একটি বড় সরবরাহ ট্রাকও ধ্বংস করা হয়।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/rp34y8uu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নিষিদ্ধ হল নিম্নমানের এ৮০ পেট্রোল আমদানি


      এ৮০ গ্রেডের পেট্রোল আমদানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা জানিয়েছেন অর্ডার ও ডিক্রি জারি সংশ্লিষ্ট একটি বিভাগের প্রধান মৌলভী শামসুদ্দিন শরিয়াতি হাফিযাহুল্লাহ।

      উল্লেখ্য যে, এ৮০ গ্রেডের পেট্রোলে অকটেন রেটিং তুলনামূলকভাবে কম থাকে। তাই এই জ্বালানির গুণমান উচ্চ রেটিং সমৃদ্ধ অকটেন জ্বালানির তুলনায় কম ভালো হয়।
      উক্ত পদক্ষেপের উদ্দেশ্য হল দেশে নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করা।

      কর্মকর্তাগণ জোর দিয়ে বলেন, জননিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতীশীলতার স্বার্থে উক্ত পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়ন করবে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

      এছাড়া পেট্রোলিয়াম পণ্যের মান যাচাই-বাছাইয়ের সাথে জড়িত নতুন কোন প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বরং পর্যাপ্ত আধুনিক ল্যাবরেটরি বিদ্যমান থাকা সাপেক্ষে পূর্বের লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলোই আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের গুণমান যাচাইয়ের কাজ সম্পাদন করে যাবে।

      সংবাদ সম্মেলনের বিবৃতিতে আরও জানানো হয়, ল্যাবরেটরির ঘাটতি থাকায় ফারাহ প্রদেশের আবু নাসর সীমান্ত ক্রসিং দিয়ে পেট্রোলিয়াম পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে সকল সীমান্ত ক্রসিং-এ অত্যাধুনিক ও মানসম্মত পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। নতুন নিয়মাবলীর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি সীমান্তে সুপারভাইজার অফিস স্থাপন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


      তথ্যসূত্র:
      1. Islamic Emirate Bans A80 Petrol, All Fuel Imports via Sheikh Abu Nasr Farahi Border
      https://tinyurl.com/5eu299df
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজায় ৪ দখলদার ইসরায়েলি সেনা নিহত, আহত ৫


        ফিলিস্তিনের গাজায় একটি ভবনের ভেতর বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। ইসরায়েলের দখলদার সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ৪ শতাধিক সেনা হারালো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

        গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে অভিযানের সময় বিস্ফোরণে একটি ভবনের অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার সেনা নিহত হয় এবং আহত হয় আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

        বিস্ফোরণের ঘটনায় নিহত চার সেনার পরিচয় ০৮ জুন, রবিবার প্রকাশ করা হয়েছে। নিহতরা হল সার্জেন্ট ফার্স্ট ক্লাস টম রটস্টেইন (২৩), স্টাফ সার্জেন্ট উরি ইয়োনাতান কোহেন (২০), সার্জেন্ট মেজর (রিজার্ভ) এবং স্টাফ সার্জেন্ট ইয়াভ রেভার। এরা সবাই আইডিএফের এলিট যালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিল।

        সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছে, খান ইউনিস এলাকায় একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চার সেনা নিহত হয়েছে। ৬ জুন, শুক্রবার ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে ওই ভবনটির একাংশ ধসে পড়ে। এতে পাঁচজন সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

        এদিকে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদার নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘খান ইউনিসে দখলদার বাহিনীর (ইসরায়েল) যে ক্ষতি হয়েছে, তা স্পষ্ট করে দেয় যে তারা যেখানে থাকবে সেখানেই তাদের কী ধরনের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’ বিবৃতিতে ইসরায়েলি জনগণের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের আরও সেনাদের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


        তথ্যসূত্র:
        1. IDF names two other soldiers killed in booby-trapped Gaza building on Friday
        https://tinyurl.com/6pxn3wbf
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ফটো রিপোর্ট || মালির টিম্বাকটু ও বোলিকেসি সামরিক ব্যারাকে মুজাহিদদের অভিযানের পরবর্তী চিত্র || পর্ব- ২



          আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা গত ১লা জুন শনিবার, মোপ্তি রাজ্যের বোলিকেসি শহরের নিয়ন্ত্রণ নেন। এই যুদ্ধে জান্তা ও ওয়াগনার বাহিনীর ৪৩৩ সেনা হতাহত হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যায়।

          বীরত্বপূর্ণ এই অভিযানের একদিন পর রবিবার, মুজাহিদিনরা টিম্বাকটু রাজ্যের কেন্দ্রীয় সামরিক ব্যারাক, বিমানবন্দর এবং ৪টি সামরিক পোস্টে একযোগে আক্রমণ চালান। এই যুদ্ধে মুজাহিদিনরা সামরিক ব্যারাক পুরোপুরি ধ্বংস করেন এবং ৩টি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন। টিম্বাকটুতে মুজাহিদদের বৃহৎ পরিসরে পরিচালিত এই যুদ্ধে শতাধিক জান্তা সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়। সেই সাথে শত্রু বাহিনীর কয়েক ডজন সামরিক যান, মোটরসাইকেল এবং অসংখ্য সামরিক সরঞ্জাম মুজাহিদিনরা ধ্বংস করেন।

          টিম্বাকটু ও বোলিকেসি যুদ্ধের কিছু স্থির চিত্র দেখুন…



















          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X