আফগানিস্তানের ৯টি প্রদেশকে সংযুক্ত করতে রেলপথ সম্প্রসারণ প্রকল্পের রূপরেখা প্রণয়ন

ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে দেশজুড়ে একটি পরিকল্পিত রেলপথ করিডোর রুট চূড়ান্ত করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই উদ্দেশ্যে প্রতিনিধি দলটি দেশব্যাপী ৯টি প্রদেশে সফর করেছেন। তারা বালখ প্রদেশের হাইরাতান বন্দর থেকে হেরাত, আবার হেরাত প্রদেশের তুরগন্দি বন্দর থেকে কান্দাহার পর্যন্ত একটি সামগ্রিক সফর সম্পাদন করেছেন। প্রস্তাবিত রেলপথের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রেল যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই মিশনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়, খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়।
প্রতিনিধিদলটি প্রস্তাবিত রেলপথের উপর প্রাকৃতিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করেছেন। দেশের ৯টি প্রদেশে তারা সরেজমিনে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেছেন। এর উদ্দেশ্য হল সংশ্লিষ্ট প্রদেশজুড়ে একটি রেলপথ চূড়ান্ত করা, যা আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ ও পরিবহনের জন্য সর্বোত্তম সুবিধা প্রদান করবে।
এছাড়া স্থানীয় কর্মকর্তাদের সাথে উক্ত প্রতিনিধি দল বৈঠক করেছেন, বৈঠকের উদ্দেশ্য হল স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি ও চাহিদা সম্পর্কে মতামত গ্রহণ করে, সামগ্রিক মূল্যায়ন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি কারিগরি প্রতিবেদন জমা দেয়া হবে।
উক্ত প্রতিবেদনের আলোকে রেলপথের আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের দিকনির্দেশনা পাওয়া যাবে।
আফগানিস্তানকে প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে এই কৌশলগত রেলওয়ে প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। এটি দেশজুড়ে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মূল বাণিজ্য করিডোর উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ রেলপথটি ৯টি প্রদেশ, ৩৭টি জেলা ও ৮০০টি গ্রামকে অতিক্রম করবে, যার দৈর্ঘ্য হবে ১,৪৬৮ কিলোমিটার।
রেলপথ প্রকল্পটির ২টি পর্যায় থাকবে। ১ম পর্যায়ে, মাজার-ই-শরিফ থেকে হেরাত পর্যন্ত ৬৫৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। ২য় পর্যায়ে এটি হেরাত থেকে শুরু হয়ে ফারাহ, নিমরুজ এবং হেলমান্দ প্রদেশের মধ্য দিয়ে অব্যাহত থাকবে, যা কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় পৌঁছে সমাপ্ত হবে। ২য় পর্যায়ে রেলপথের দৈর্ঘ্য হবে ৮১১ কিলোমিটার।
তথ্যসূত্র:
1. Railway Project to Link Nine Provinces Under Review
– https://tinyurl.com/mrwt898z
Comment