আফগানিস্তানের প্রত্যন্ত জেলা থেকে ৫০ টন চেরিফল ভারতে রপ্তানির জন্য প্রস্তুত

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের প্রত্যন্ত জেলাসমূহ থেকে ৫০টন উন্নত মানের চেরিফল রপ্তানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইমারতে ইসলামিয়ার পাঞ্জশির প্রদেশের স্থানীয় কর্মকর্তাগণ এই তথ্য নিশ্চিত করেছেন।
৩০ জুন প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ফল ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাঞ্জশির প্রদেশের গভর্নর, তিনি প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করা ইমারতে ইসলামিয়ার অন্যতম অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে তিনি বৈঠকে তুলে ধরেছেন।
বৈঠকে ব্যবসায়ীগণ জানান, প্রত্যন্ত জেলাসমূহ থেকে অতিরিক্ত পরিমাণ চেরিফল বর্তমানে রপ্তানির জন্য প্রস্তুত রাখা হয়েছে, প্যাকেজিং করার পর এগুলো ভারতে পাঠানো হবে।
পাঞ্জশির গভর্নর কার্যালয়ের মুখপাত্র সাইফুদ্দিন হাফিযাহুল্লাহ বলেন, উক্ত বৈঠকের উদ্দেশ্য হল প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদার করা, যেন রপ্তানি প্রক্রিয়া সহজতর হয়। তিনি জানান, পাঞ্জশিরের প্রত্যন্ত জেলাসমূহ থেকে প্রায় ৫০ টন চেরিফল সংগ্রহ করা হয়েছে, এগুলো শীঘ্রই ভারতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এর আগে প্রায় ১০০টন চেরিফল পাঞ্জশির থেকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছিল।
তথ্যসূত্র:
1. 50 tons of Panjshir cherries set for export to India
– https://tinyurl.com/2rv8mea3
Comment