ইসিও-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান গিয়েছেন মোল্লা আব্দুল গণী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ

ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজারবাইজান সফরে গেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদার আখুন্দ (হাফিযাহুল্লাহ)।
গত ১ জুলাই আফগান উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মোল্লা বারাদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজারবাইজানে পৌঁছেছেন। ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য ইসিও সম্মেলনে তারা আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করবেন।
এ সফরে আফগান প্রতিনিধি দলটি আজারবাইজানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইসিও একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা, যা মধ্য ও দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলন বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র:
1. د غړو هېوادونو د مشرانو په اوولسمه ناسته کې د ګډون په موخه اذربایجان هېواد ته ورسېد
– https://tinyurl.com/mt8538xz
Comment