মালি || রাশিয়ার সামরিক ঘাঁটি ও কনভয়ে মুজাহিদদের হামলা: ১৯ রুশ সৈন্য নিহত, আহত ১৪

পশ্চিম আফ্রিকার দেশ মালির টিম্বুকটো ও ঘাও রাজ্যে দখলদার রাশিয়ান (আফ্রিকান কর্পস) বাহিনীর উপর ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। এতে রাশিয়ার ৩৩ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা গত ৩০ জুন সোমবার ভোরে, মালির গাও রাজ্যে ৫টি 120mm মর্টার শেল দ্বারা একটি হামলা চালিয়েছেন। হামলাটি গাও রাজ্যের আনেফিস এলাকায় অবস্থিত দখলদার রাশিয়ান সেনাবাহিনীর একটি ব্যারাক লক্ষ্য করে চালানো হয়েছে। মুজাহিদদের নিক্ষেপ করা মর্টারগুলো সফলভাবে শত্রু ব্যারাকে আঘাত হানে, ফলশ্রুতিতে রাশিয়ান বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।

এদিন বিকালে একটি রাশিয়ান চ্যানেল দাবি করে যে, মালির আনেফিসে ‘জেএনআইএম’ এর মর্টার হামলার ফলে রাশিয়ার ‘আফ্রিকান কর্পস’ এর ১ সৈন্য নিহত হয়েছে। এই হামলার ঘটনায় আরও ২ সৈন্য আহত হয়েছে। পাশাপাশি সামরিক ব্যারাকে থাকা অনেক সরঞ্জাম ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘জেএনআইএম’ মুজাহিদিনরা সফল এই অভিযানের পরের দিন ১লা জুলাই মঙ্গলবার সন্ধ্যায়, মালির টিম্বুকটোতে রুশ বাহিনীর বিরুদ্ধে আরও একটি সামরিক অপারেশন পরিচালনা করেন। এবার মুজাহিদিনরা টিম্বুকটো রাজ্যের বের শহরের উত্তর-পূর্বে আগ-আনলেহি এলাকায় রাশিয়ান বাহিনীর একটি টহল দলের উপর অতর্কিত আক্রমণ চালান। ফলশ্রুতিতে রাশিয়ান বাহিনীর ১৮ সৈন্য নিহত এবং আরও ১২ সৈন্য আহত হয়। সেই রাশিয়ান বাহিনী ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়।
উল্লেখ্য যে, এদিন (মঙ্গলবার) সকালে মুজাহিদিনরা একটি সমন্বিত অপারেশনের অংশ হিসাবে টিম্বুকটো রাজ্যের বের শহরে অবস্থিত রাশিয়া ও জান্তা বাহিনীর একটি যৌথ সামরিক ঘাঁটিতেও বড় ধরনের আক্রমণ পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে রাশিয়া ও জান্তা বাহিনীর অন্তত ৪১ সৈন্য নিহত হয়েছে। সবমিলিয়ে দুদিনে মুজাহিদদের হামলায় মালিতে অন্তত ৫১ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3d643tma
– https://tinyurl.com/4ru5pvw4
Comment